অনলাইন ডেস্ক
চলে গেলেন ব্রিটিশ ঔপন্যাসিক জন ক্যারি
ছবি: অনলাইন
পৃথিবীর মায়াকে পাশ কাটিয়ে চলে গেলেন বিখ্যাত ব্রিটিশ ঔপন্যাসিক জন লে ক্যারি। দীর্ঘদিন অসুস্থতার পর গত শনিবার (১২ ডিসেম্বর) রাতে মারা যান তিনি। খবর বিবিসি
মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানা গেছে।
লেখকের এক প্রতিনিধি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জন লে ক্যারির আসল নাম ডেভিড জন মুর কর্নওয়েল। ১৯৩১ সালের ১৯ অক্টোবর ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমের এক শহরে তিনি জন্মগ্রহণ করেন।
জন ক্যারি ‘দ্য স্পাই হু কেম ইন ফ্রম দ্য কোল্ড’, ‘টিঙ্কার টেলর সোলজার স্পাই’, ‘আ মোস্ট ওয়ান্টেড ম্যান’ ও ‘দ্য অনারেবল স্কুলবয়’-এর মতো জনপ্রিয় সব উপন্যাসের রচয়িতা। অনেকে তাকে ইংরেজি সাহিত্যের অবিসংবাদিত লেখক হিসেবে আখ্যায়িত করে থাকেন। যিনি গোয়েন্দা থ্রিলারকে নিয়ে গিয়েছিলেন অনন্য উচ্চতায়। সাহিত্যের এই ধারাটিকে তিনি ভিন্ন মাত্রা দিয়েছিলেন।
আইনিউজ/এইচএ
- কৃপার শাস্ত্রের অর্থভেদ: বাঙলা ভাষার প্রথম বই
- জীবনানন্দ দাশের কবিতা: বৃক্ষ-পুষ্প-গুল্ম-লতা (শেষ পর্ব)
- জীবনানন্দ দাশের কবিতার পাখিরা
- দুঃখের নাগর কবি হেলাল হাফিজ
- সমরেশ মজুমদার এবং ২টি কবিতা
- মাকে নিয়ে লিখা বিখ্যাত পঞ্চকবির কবিতা
- সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৯ দিনব্যাপী অমর একুশের অনুষ্ঠানমালা
- হ্যারিসন রোডের আলো আঁধারি
- পিকলু প্রিয়’র ‘কবিতা যোনি’
- গল্পে গল্পে মহাকাশ
মেজোমামা খুব বোকা