Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫,   বৈশাখ ২ ১৪৩২

শ্যামলাল গোঁসাই

প্রকাশিত: ১৭:৫৭, ২৯ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৮:০৪, ২৯ ডিসেম্বর ২০২০

জীবনানন্দ দাশের কবিতার পাখিরা

জীবনানন্দ দাশকে বলা হয় প্রকৃতির কবি। কারণ, তাঁর কবিতায় প্রকৃতি যেভাবে তাঁকে ধরা দিয়েছে বা তিনি যেভাবে প্রকৃতিকে নিজের লেখার উপজীব্য হিসেবে নিয়েছেন তেমন আর কেউ নেন নি।

আর প্রকৃতি নিয়ে কবিতা লিখতে গিয়ে কবির চোখ পড়েছে পাখির দিকেও। জীবনানন্দ দাশ নিজের লেখায় প্রায় পঞ্চাশ প্রজাতির পাখিকে উড়তে দেখা যায়। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ ‘আবার আসিব ফিরে’ কবিতায় চারটি পাখির বর্ণনা করেছেন।

আর 'উঠানের পায়রা' কবিতায় এক লাইনেই তিনি হাজির করেছেন তিনটি পাখিকে। আজকে দেখে নেব জীবনানন্দ দাশের কবিতায় পাখা মেলে উড়া এমন কিছু পাখির ছবি-

জীবনানন্দের কবিতা যারা পড়েছেন তারা নিশ্চই চিল শব্দটিও পড়েছেন। জীবনানন্দ দাশ তাঁর বেশ কিছু কবিতায় এই পাখিটিকে উল্লেখ্য করেছেন- 'আবার আসিব ফিরে' কবিতায় তিনি লিখেছেন,আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে- এই বাংলায়/ হয়তো মানুষ নয়- হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে.../ হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে/ হয়তো শুনিবে এক লক্ষ্মীপেঁচা ডাকিতেছে শিমুলের ডালে...’

একই কবিতায় (আবির আসিব ফিরে) জীবনানন্দ হাজির করেছেন লক্ষিপ্যাঁচাকেও। কবিতার এক জায়গায় গিয়ে কবি লিখছেন- হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে;/ হয়তো শুনিবে এক লক্ষ্মীপেঁচা ডাকিতেছে শিমুলের ডালে; / হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে;/ রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে।

শালিক পাখি 'আবার আসিবো ফিরে' কবিতার শুরুতেই ঠাই নিয়েছে কবির হাত ধরে।

আমরা দেখেছি যারা বুনোহাঁস শিকারীর গুলির আঘাত
এড়ায়ে উড়িয়া যায় দিগন্তের নম্র নীল জ্যোৎস্নার ভিতরে,
আমরা রেখেছি যারা ভালোবেসে ধানের গুচ্ছের ’পরে হাত,
সন্ধ্যার কাকের মতো আকাঙ্ক্ষায় আমরা ফিরেছি যারা ঘরে;
শিশুর মুখের গন্ধ, ঘাস, রোদ, মাছরাঙা, নক্ষত্র, আকাশ
আমরা পেযেছি যারা ঘুরে ফিরে ইহাদের চিহ্ন বারোমাস;

 

কবিতা: মৃত্যুর আগে

আমরা মৃত্যুর আগে কি বুঝিতে চাই আর? জানি না কি আহা সব রাঙা
কামনার শিয়রে যে দেয়ালের মতো এসে জাগে।
ধূসর মৃত্যুর মুখ; একদিন পৃথিবীতে স্বপ্ন ছিলো সোনা ছিলো যাহা
নিরুত্তর শান্তি পায়; যেন কোন মায়াবীর প্রয়োজনে লাগে।
কি বুঝিতে চাই আর.. রৌদ্র নিভে গেলে পাখ-পাখালির ডাক শুনিনি কি?
প্রান্তরের কুয়াশায় দেখিনি কি উড়ে গেছে কাক।

কবিতা: ধূসর পাণ্ডুলিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়