Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

শিল্প ও সাহিত্য ডেস্ক

প্রকাশিত: ১৭:৩২, ২৫ জানুয়ারি ২০২১

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার- ২০২০ পেলেন যারা

অন্যান্য বছরের মতো এবছর ঘোষণা করা হয়েছে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার- ২০২০। কবিতায় মুহাম্মদ সামাদ ও কথাসাহিত্যে ইমতিয়ার শামীমসহ মোট ১০ জনকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার- ২০২০ এর পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

সোমবার (২৫ জানুয়ারি) বিকেল ৪টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২০ ঘোষণা করেন।

এর আগে রোববার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি এক সভায় পুরস্কার প্রাপ্তদের মনোনয়ন দেয়। ওইদিন সভায় সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক ও পুরস্কার কমিটির সভাপতি কবি হাবীবুল্লাহ সিরাজী।

২০২০ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত অন্যরা হলেন- প্রবন্ধে বেগম আখতার কামাল, অনুবাদে সুরশেরঞ্জন বসাক, নাটকে রবিউল আলম, শিশুসাহিত্যে আনজীর লিটন, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় সাহিদা বেগম, বিজ্ঞান/কল্পবিজ্ঞানে অপরেশ বন্দোপাধ্যায়, আত্মজীবনীতে ফেরদৌসী মজুমদার, ফোকলোরে মুহাম্মদ হাবিবুল্লা পাঠান।

সংবাদ সম্মেলনে হাবীবুল্লাহ সিরাজী বলেন, বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি অথবা ভার্চুয়ালি যুক্ত হয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। এ পুরস্কারের অর্থমূল্য তিন লাখ টাকা।

আইনিউজ/এইচএ

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়