Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

শিল্প ও সাহিত্য ডেস্ক

প্রকাশিত: ১৩:২৯, ২৬ জানুয়ারি ২০২১

কেন আমি পৃথিবীর মুখোমুখি

প্রতিকৃতি: আইনিউজ

প্রতিকৃতি: আইনিউজ

কেন আমি পৃথিবীর মুখোমুখি

সভ্যতার ক্রমবিবর্তনে বদলে গেছে গোটা পৃথিবী
বদলেছে মানুষ, বদলেছে প্রেম-ভালোবাসা;
মানুষের বিশ্বাস নেই আর মানুষের আঙুলে
পরস্পর আঙুলের বদলে তারা বেছে নিয়েছে ক্ষিপ্ত বন্দুকের ট্রিগার
ফুলের প্রতি বিশ্বাসহীনতায় তারা ভালোবেসেছে অ্যাটম বোম
জৈবিক আনন্দে তারা বিশ্বাস হারিয়েছে মৃত্যুর ওপর!
প্রেমিকার ওপর বিশ্বাস হারিয়ে উন্মাদ প্রেমিক আশ্রয় নিয়েছে বেশ্যালয়ে।

এতোসব অবিশ্বাসের মাঝেও আমি বিশ্বাস রাখি তোমার ঠোঁটে
তোমার আঙুলে কিংবা, তোমার ত্রিকোণ জাদুর বাক্সে
শুধু কবিতা আর ভালোবাসায় বিশ্বাস করি বলেই
আজ পৃথিবীর মুখোমুখি আমি।

রচনাকাল: ১৮ ফেব্রুয়ারি ২০২১ ইংরেজি

কবি: শ্যামলাল গোঁসাই

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়