Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

জাহাঙ্গীর জয়েস

প্রকাশিত: ১২:২৩, ১০ এপ্রিল ২০২১
আপডেট: ১২:০৩, ১১ এপ্রিল ২০২১

কবিতা

মৃত্যু কিম্বা বেঁচে থাকা

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

(১)

মৃত্যু কিম্বা বেঁচে থাকা

সবাই মরে যায়

আমিও মরে যাবো একদিন

হয়তো এখনই... একটু পর-

এই স্নিগ্ধ রাতের ভালোবাসা ছুঁয়া হবে না

ছুঁয়া হবে না সবুজ ভোরের রৌদ্র আকাশ

দেখা হবে না কারো মায়াময় চোখ, সূর্যমুখ।

কিম্বা বেঁচে থাকবো আরো অমূল্য, অফুরন্ত সময়-

বুকের ভেতর চাওয়া পাওয়ার বিমর্ষতা

কাউকে কিছু না দিতে পারার দুঃখ

পুড়া স্বপ্নের বিষাদজল নিয়ে কবরের মতো অবিকল!

 

(২)

বেশ্যাদের চিত্রকল্প

মহান পুরুষগণ নিয়ে যায় নিশিকন্যাদের

গলি-ঘুপচি, পোড়োবাড়ি, নির্জন খোলামাঠে

তারা আলিঙ্গনাবদ্ধ...

বাজারি ডোজে নিরাপদ থাকলেও কড়ারঙ

লিপস্টিক, শাড়ি পরলে সমাজ তাদের বেশ্যা

বলে; পুরুষগণকে বলে না-

বেশ্যাদের চিত্রকল্পে পুরুষগুলো বড় নির্মূল্য!

লেখক: জাহাঙ্গীর জয়েস

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়