Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ০০:৫২, ১০ জুন ২০২১
আপডেট: ০৯:১১, ১০ জুন ২০২১

শান্তিনিকেতনের নেপাল রায়কে ‘দণ্ড’ দিয়েছিলেন রসিক রবীন্দ্রনাথ

রবীন্দ্রনাথ ঠাকুর এককথায় কোনোও সীমা রাখেন নি। গান, কবিতা, ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ, ছড়া কোনও কিছুই বাদ দেন নি, বাংলা সাহিত্যের সবকিছুতেই প্রাসঙ্গিক তিনি। এসব সকলেরই জানা। তবে সবাই যেটা জানেন না, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ভরপুর ছিলেন তার নিজস্ব রসিকতায়। তাই কবি, সাহিত্যিক, গীতিকার, সুরকার, চিত্রশিল্পী, দার্শনিক রবীন্দ্রনাথ নন, এই প্রতিবেদনে দেওয়া হচ্ছে রসিক রবীন্দ্রনাথের এক মজার ঘটনা। 

রবীন্দ্রনাথ ঠাকুর মানুষটি এক্কেবারেই রাশভারী ব্যক্তি ছিলেন না। বরং বেশ রসিক মানুষ ছিলেন বলেই জানা যায়। যার প্রমাণ পাওয়া যায় বেশকিছু ঘটনায়। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় রসিকতাটি তিনি করেছিলেন নেপাল রায়কে নিয়ে। 

একবার শান্তিনিকেতনের অধ্যাপক নেপাল রায়কে রবীন্দ্রনাথ লিখে পাঠালেন, 'আজকাল আপনি কাজে অত্যন্ত ভুল করছেন। এটা খুবই গর্হিত অপরাধ। এজন্য কাল বিকেলে আমার এখানে এসে আপনাকে দণ্ড নিতে হবে।'

একথা শুনে চিন্তিত নেপালবাবু পরের দিন কবির কাছে উপস্থিত হলেন। আগের রাতে দুশ্চিন্তায় তিনি ঘুমাতেও পারেননি। তারপরেও তাঁকে বেশ কিছুক্ষণ চিন্তার মধ্যেই বসিয়ে রেখেছেন কবিগুরু। অবশেষে একটি মোটা লাঠি হাতে এলেন কবি। নেপালবাবুর তখন ভয়ে কাণ্ডজ্ঞান লুপ্তপ্রায় হওয়ার অবস্থা। তিনি ভাবলেন, সত্যিই বুঝি লাঠি তাঁর মাথায় পড়বে।

কবি সেটি বাড়িয়ে ধরে বললেন, 'এই নিন আপনার দণ্ড! সেদিন যে এখানে ফেলে গেছেন, তা একদম ভুলে গেছেন।'

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়