শ্যামলাল গোঁসাই
আপডেট: ১৩:৩৯, ২৮ জুন ২০২১
কবিতা
হলুদিয়া, তোমার নারীসজ্জা খুলে কল্পনার আরো গভীরে যে তুমি; আমি তারেই দেখি
১.
সর্বময় তুমি
শ্যামলাল গোঁসাই
কোনদিক তাকাবো?
যেইদিকেই ঘুরি চাইয়া দেহি তুমি
আগে তুমি পিছে তুমি
ডাইনে- বায়ে, উপরে-নিচে
সবদিকে খালি তোমারেই দেহি আমি
আমি দেখতে দেখতে শেষ হইয়া যাই
তাও তোমারে দেখা শেষ হয় না আমার।
তুমিও কি আমারে দ্যাহো?
না, আমিই দেহি খালি!
১৭ মার্ক্স ২০২১ইং
২.
ঈশ্বরের উপহার
শ্যামলাল গোঁসাই
চৈত্রের শেষেও কাশফুল ফোটে!
জানো তুমি?
নাকি মানুষের জন্মদিনে এ ঈশ্বরের উপহার?
জানতে মন চায়....
জানলে তুমি
জানিয়ে দিও সহজ মাধ্যমে
এই ভিখারির ঠিকানায়।
২৫ চৈত্র ১৪২৭ বাংলা
৩.
কথোপকথন-(২)
শ্যামলাল গোঁসাই
এই শোনছো?
- হ্যা বলো? তোমার কথা শোনার জন্যই তো আমার ওমন উদগ্র তৃষ্ণা!
কী দেখো এমন করে?
- তোমাকে দেখি হলুদিয়া, তোমার নারীসজ্জা খুলে কল্পনার আরো গভীরে যে তুমি; আমি তারেই দেখি!
তাই বলে এভাবে? যেন চোখ তোমার অনাদিকাল ধরে ক্ষুধার্থ এক ভিখারি!
- ভিখারিই'তো। তুমি জানো না প্রিয়তমা আমি তোমার প্রেমের কাছে কংকালসার এক ভিখারি। আমায় ভিক্ষা দাও?
কী চাও আমার কাছে? সত্যি করে বলো
- তেমন কিছুনা। যা চাই তুমি চাইলেই দারুন অবলিলায় দিয়ে দিতে পারো তা।
কী আছে আমার কাছে যা তোমায় দিতে পারি? আমার এই নব যৌবনমদ পান করতে চাও? চাইলে বলো দিয়ে দিই দেহসজ্জার ভাঁজ খোলে!
- না হলুদিয়া তোমার নবযৌবন আমি চাইনি। সে তো এক হেমালক বিষ! ক্ষানিক সুখের বিনিময়ে কেড়ে নেয় হাজার রাত্রিমণি, ও আমার চাই না
তবে কী চাও বলো? এই বুকের ভিতরে পোষা যতো প্রেম তাও কী তোমায় দিই নি? আরো চাও? তবে হাত বাড়াও আমার এই উন্মুখ বুকে
পঞ্চহাড়ি মণিকোঠায় জমা যে প্রেম তাও কেড়ে নাও তুমি
- না তাও চাইনা আমি। তুমি আমায় যথেষ্ট ভালোবেসেছো। তোমার প্রেমে প্রেমাসক্ত আমি হলুদিয়া।
তবে কী চাও আমার কাছে? সত্যি করো বলো কবি। আমার নিঃশ্বাস গভীর থেকে গভীরতর হচ্ছে ক্রমশ।
- যা চাই, তা কী দিবে? যদি দাও, তবে তোমার ওই কেশদাম হতে আমার হাতে তোলে দাও এক কোটি চুল!
নেশাখোর এই আমার আজ ঘুম ধরেনা তোমার চুলের গন্ধ ছাড়া।
৪.
ফেরা
শ্যামলাল গোঁসাই
যদি আবার পৃথিবীটা ঠিক হয়ে যায়
আবারও যদি জীবন ফিরে পায় প্রাত্যহিক ক্যালেণ্ডার
ভূতুড়ে নগর জুড়ে যদি আবার ফিরে আসে-
মানুষের পায়ের শব্দ,
আমি তোমায় ফিরে পাবো?
যদি এ যুদ্ধে হারতে হারতেও জিতে যায় মানুষ
অথবা যদি হেরে যায় পৃথিবী!
সবুজ পাতা যদি মৌনতা ভুলে মৃত্যুকে আলিঙ্গন করে
আমাদেরও কি সুদিন ফিরবে?
যদি হাড়ের ব্যারিকেড ভেঙে একলা একটা পাখি
তোমার চলা রাস্তায় লং মার্চ করে বসে
আর দাবি তোলে 'শুদ্ধ ভালোবাসার'
তুমি সে দাবি প্রত্যাখ্যান করবে?
নতুন পৃথিবীর মতো তুমিও ফিরবে
নাকি ফিরবে না?
আইনিউজ/এসডি
- কৃপার শাস্ত্রের অর্থভেদ: বাঙলা ভাষার প্রথম বই
- জীবনানন্দ দাশের কবিতা: বৃক্ষ-পুষ্প-গুল্ম-লতা (শেষ পর্ব)
- জীবনানন্দ দাশের কবিতার পাখিরা
- দুঃখের নাগর কবি হেলাল হাফিজ
- সমরেশ মজুমদার এবং ২টি কবিতা
- সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৯ দিনব্যাপী অমর একুশের অনুষ্ঠানমালা
- মাকে নিয়ে লিখা বিখ্যাত পঞ্চকবির কবিতা
- হ্যারিসন রোডের আলো আঁধারি
- পিকলু প্রিয়’র ‘কবিতা যোনি’
- গল্পে গল্পে মহাকাশ
মেজোমামা খুব বোকা