Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

সুব্রত খোকন

প্রকাশিত: ২১:০০, ৯ জুলাই ২০২১
আপডেট: ২২:১৬, ৯ জুলাই ২০২১

কবিতা

জীবন নিয়ে জুয়া খেলতে খেলতে বেঁচে থাকা কিংবা মরানদীর মতোন স্রোতহীন বেঁচে থাকা

(১)

বেঁচে থাকায় বিরাট লাভ

সুব্রত খোকন

আমার কখনো মনে হয় নি
বেঁচে থেকে কী লাভ?
প্রতিদিন বেঁচে থাকায় অনেক লাভ
আয়োজন করে বেঁচে থাকা কিংবা আয়োজন বিহীন বেঁচে থাকা
রাজকীয়ভাবে বেঁচে থাকা কিংবা খেটে খাওয়া মানুষের বেঁচে থাকা
আয়েশি বেঁচে থাকা কিংবা হাড়ভাংগা খাটুনি খেটে বেঁচে থাকা
অর্থপূর্ণ ভূমিকা রেখে বেঁচে থাকা কিংবা খামোকাই বেঁচে থাকা
সফলতা নিয়ে বেঁচে থাকা কিংবা ব্যর্থতার পর ব্যর্থতা নিয়ে বেঁচে থাকা
সার্থকভাবে বেঁচে থাকা কিংবা গুরুত্বহীন জীবন নিয়ে বেঁচে থাকা
জীবন নিয়ে জুয়া খেলতে খেলতে বেঁচে থাকা কিংবা মরানদীর মতোন স্রোতহীন বেঁচে থাকা

রবীন্দ্রনাথের মতোন সৃষ্টিশীল জীবন নিয়ে বেঁচে থাকা কিংবা মাইকেলের মতোন ঝড়ের বেগে বেঁচে থাকা
রামকৃষ্ণ পরমহংস দেব এর মতোন মরার পরে ঈশ্বর হয়ে তুমুলভাবে বেঁচে থাকা কিংবা আমার পাশের বাড়ির সুকুমার মরে গিয়ে ভুত হবার মতোন বেঁচে থাকা

সবরকমভাবে বেঁচে থাকা অথবা যেকোনভাবে বেঁচে থাকা
বেঁচে থাকায় তুমুল লাভ প্রিয়তমা
বেঁচে থাকায় বিরাট লাভ বন্ধুরা আমার
বেঁচে থাকাটাই একমাত্র উপাসনা আমার, তোমার 
বেঁচে থাকার জন্যেই জীবনের এত আয়োজন।

(২)

মানুষের মৃত্যু নেই

সুব্রত খোকন 

জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে 
বেঁচে থাকাটাকেই সবচেয়ে বড় লড়াই ভেবে বসে আছে অনেকেই

এই দুর্যোগে বেঁচে থাকাটাই বিপ্লব
দুঃসময়ে টিকে থাকাটাই সবচেয়ে বড় বার্তা
যদিও জগতের ইতিহাসে এইরকম মহামারী এসেছে হাজার বার
ব্যক্তির জীবনে হয়তো এইটাই প্রথমবার

সব মানুষ মরে যাবে না
সার্বিকভাবে মানুষের মৃত্যু নেই
মানুষ মরে না
আমি মরে যাব
তুমি মরে যাবে
সেও মরে যাবে
কিন্তু আমরা মানে মানুষেরা কখনোই মরেনা

তুমি নিশ্চিত জানবে 
জীবনই জয়ী হবে

এইসব মহামারী পেরিয়ে মানুষ জীবনের জয়গান গাইবে।

(৩)

তবুও বেঁচে থাকি

সুব্রত খোকন 

লকডাউনে হাহাকার না করে
চলুন ভিজি বৃষ্টিতে 
অকৃপণ বৃষ্টি টানা কয়েকদিন ধরে পরছে!

আমাদের এত হাহাকারের কিছু নেই
লকডাউন না থাকলেও তো আমদের নেই খুব বেশি চলাচল 
আমরা অচল হয়ে আছি, আমরা অচলন ভাঙতে পারিনি
আমরা সব মেনে নিয়েছি
অন্যায় মেনে নিয়েছি
মেনে নিয়েছি ঘরে বাইরে নির্যাতন 
মানবজীবনে অপমান অপদস্ত সব মেনে নিয়েছি

বৃষ্টিতে ভিজতে ভিজতে 
পাপ তাপ ভাসিয়ে দিয়ে 
আসুন না কিছুটা বিদ্রোহ করি
বিদ্রোহ করতে হলে প্রেম করতে হয়
প্রেম আপনার উপর এসে পড়েন
কিংবা আপনি প্রেমের উপর গিয়ে পড়েন
প্রেম তো লাগবেই
এমন কোন বিদ্রোহী নেই যিনি প্রেমিক নয়
এমন কোন বিদ্রোহী নেই যিনি প্রেয়সী নন

লকডাউন মানে মরা বাঁচা সব একাকার হয়ে গেছে
সবজায়গা নগর গ্রাম গঞ্জ হাট বাজার
সবখানে মৃত্যু দূত 
তবুও মানুষ বাঁচবে
মানুষের নিয়তি হচ্ছে বাঁচা
মানুষের বেঁচে থাকার পথ হচ্ছে বিদ্রোহ 
বিদ্রোহের আগে প্রেম ও দ্রোহ।

(৪)

আমাদের চারপাশে 

সুব্রত খোকন

আমাদের চারপাশে অসাধারণ সব চরিত্র
খুব কাছের, আবার খুব দূরের
শেখ মুজিব আমাদেরই একজন
অথচ চিন্তায় চেতনায় আদর্শে কর্মে 
সবাইকে ছাড়িয়ে ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান

বিদ্যাসাগরের মতোন কে আছে আর
এক মহীরুহ বিদ্যান, ব্যক্তিত্ব তাকে করছে মহান

বিবেকানন্দের মতো কে আর হয়ে আছে নিত্যানন্দ 

রবীন্দ্রনাথের মতোন কে আছে আর 
যে সব লিখে যায় অবলীলায় 
সব অনুভব সব আনন্দ সব রঙ
কে এঁকেছে এমনতর কলমে খাতায়
জীবনের পাতায় পাতায়

নজরুল বিষ্ময়কর এক উত্থান 
উতালপাতাল বসন্ত চিরকাল 

জীবনানন্দের বনলতা আজও আমাদের
কতোকিছু ভাবায়
জীবনের কতকথা জীবনানন্দ বলে বেলা অবেলায় 

মাইকেল আমাদের মেঘনাদ বধের আলোচনায়
নতুন করে ভাবতে শেখায়
জীবনকে প্রতিদিন বেহিসাবি খরচ যে করা যায়
সেই কথা মধুকবি জীবন দিয়েই বলে যে যায়

এইরকম আমাদের আশেপাশে 
সবরকম অসাধারণ অনন্য সব চরিত্রগুলো 
নিত্য আসে যায়
হয়তো দেখা দেয়
হয়তো দেখা যায় না
মহাকালে মহাপ্রাণ মিলিয়ে যায়

(৫)

নৌকা বাইছের মতোন জীবন

সুব্রত খোকন 

নৌকা বাইছের মতোন জীবন
পাবে ক'জন? 
বেশিরভাগ মানুষের জীবন খুব সাধারণ 
আমার জীবন আরও বেশি সাধারণ 
এত সাধারণ না হয়ে কিছুটা রঙিন হলেও 
ক্ষতি কিছু হত না এই পৃথিবীর 

তারপরও সাধামাটা জীবনটার প্রতি আমার বডড আকর্ষণ 
এই আকর্ষনের অন্যতম কারণ তুমি
অন্যতম কারণ মানে তুমিই একমাত্র কারণ

তোমার আমার জীবন নৌকা বাইছের মতোন
ছন্দময় গতিময় উত্তেজনাময় হবেনা 
এইটাই স্বাভাবিক! যেহেতু আমরা স্বাভাবিক হিসেবী মানুষ! 
তাই না?

তারপরও একটা গোপন ইচ্ছে নিয়েই
বেঁচে থাকায় প্রবল আগ্রহ আমার
একদিন নৌকা বাইছ না হোক
পাল তোলা নৌকার মতোন হবে জীবন
আমার তোমার জীবন নৌকায়
উঠবে রঙিন পাল
হাওরের শান্ত সমুদ্রসম বর্ষার জলে
শুধু আমার তোমার জীবন নৌকায় নয়
আশেপাশে আরও অনেক বন্ধুদের জীবন নৌকাও ভাসবে সেখানে
অনেক নৌকায় পাল তোলে আমরা পারি দিব 
প্রেমময় বেহিসেবী সময়
আমাদের সব হতাশা পেছনে ফেলে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়