Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

শিল্প ও সাহিত্য ডেস্ক

প্রকাশিত: ২২:০৪, ১৯ জুলাই ২০২১
আপডেট: ২৩:২১, ১৯ জুলাই ২০২১

কবিতা

মেঘনার পাড়ে

মেঘনার পাড়ে

জেহান মোবারক

প্রিয়সীর হাত ধরে 
রামগতি মেঘনার পাড়ে
গ্রাম বাংলায়,
দেখিবো নদীর জল
ধরিবো তরীর নল
যাবো ওপারে।

ডিঙ্গি নৌকার পাল তুলে
ছুটে যাবো আমি 
ঐ নদীর মোহনায়,
হয়তো বা হোমো নয়
হয়তো সুফি সাধক সেজে
এই জংলায়।

গ্রীষ্মের ঐ মাঠফাটা রোদে
কোন একদিন বসিব আমি
বট বৃক্ষের ছায়ায়,
প্রিয়সীর রেশমি চুলের
সুবাস ছড়িয়ে দেয়
বৃক্ষ নীড়ের ইশারায়।

রামগতির ঐ
 ভেঙ্গে যাওয়া কুল
যায় ভেসে চক্ষুশূল হয়ে, 
অপেক্ষায় থাকি সেই
ভেঙ্গে যাওয়া ভূ-খণ্ডে 
কবে যাবো মোর গাঁয়ে।

কোকিলের সুরে কুহু কুহু গান 
শুনিবো আমি
নদীর তীরে,
সারাটি দিন পার হয়ে যাবে
মেঘনার ঐ জোয়ার ভাটার
স্রোত দেখি হৃদয় ভরে।

উত্তাল ঢেউয়ে
ভেঙ্গে যায় সব
কমলনগরের সীমানায়,
অশ্রুসিক্ত নয়নে 
চেয়ে দেখি উদাও সব
কুল-কিনারা নাই।

জেহান মোবারকশিক্ষার্থী, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়