Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

অর্ণব মালাকার

প্রকাশিত: ২১:৫৩, ১৫ আগস্ট ২০২১
আপডেট: ২২:০৯, ১৫ আগস্ট ২০২১

কবিতা: বজ্রকন্ঠ

বজ্রকন্ঠ

অর্ণব মালাকার

শুনেছি বাঙালির এক বন্ধুর বজ্রকন্ঠ
শোষিত-নিপীড়িত বাঙালির দুঃখকষ্ট,
আর, সাম্যের গান যেত শোনা যে কন্ঠে।

শুনেছি সেই হিমালয়ের বজ্রকন্ঠ
যার সাহসে বাঙালি দূর করেছিলো পরাধীনতা,
ব্যক্তিত্বের কাছে হয়েছিলো নত অত্যাচারী শাসকেরা।

শুনেছি সেই জ্যোতির্মানের বজ্রকন্ঠ
যার চিন্তার ফসল ছিলো আমাদের বাঁচার দাবী ছয়দফা,
দীপ্ত নেতৃত্বে দিয়েছিলেন যিনি আমাদের স্বাধীনতা।

শুনেছি সেই সিংহ পুরুষের বজ্রকন্ঠ
যার মনোবল পারেনি ভাঙ্গতে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ,
দৃঢ়তার কাছে নত করেছিলো মাথা সব হানাদার নিকৃষ্ট।

শুনেছি সেই বিশ্বনেতার বজ্রকন্ঠ
যার বৈদেশিক নীতি ছিলো সবার সাথে বন্ধুত্ব,
শান্তিপূর্ণ সহবস্থানে করতে চেয়েছিলেন নিশ্চিত সবার সার্বভৌমত্ব।

শুনেছি সেই রাজনীতির কবির বজ্রকন্ঠ
যার ভাষণে উদ্বুদ্ধ হতো ছাত্র-জনতা,
তর্জনীর উত্থানে পেয়েছিলো ভয় সামরিক-জান্তা।

শুনেছি শেখ মুজিবের বজ্রকন্ঠ
অমোঘবাণী স্বাধীনতার সংগ্রাম-মুক্তির সংগ্রাম,
আর, ক্ষুধা-দারিদ্রমুক্ত সোনার বাংলার কথা ছিলো যে কন্ঠে।

অর্ণব মালাকার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজার

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়