Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৫ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:১৫, ১৪ ফেব্রুয়ারি ২০২২

বইমেলায় সালাহউদ্দিন শুভ্র’র থ্রিলার ধাঁচের উপন্যাস ‘খুন হওয়া ঘুম’

চাকরি না থাকলে ঢাকা শহরে টেকা সম্ভব না এমন নাগরিকদের একজন মনছুর। বেতন বাড়ে না, ছুটি পায় না, প্রমোশন হয় না তার। ক্রমাগত বঞ্চিত আর অপমানিত মনছুর তাই ভাবল বিদ্রোহ করবে। কিন্তু কার সঙ্গে লড়বে সে, কে তার বিরোধী, বন্ধুই বা কে হবে–এমন অনেক সহজ প্রশ্নের জটিল উত্তর খোঁজার উপন্যাস ‘খুন হওয়া ঘুম’।

থ্রিলার ধাঁচের এ উপন্যাস প্রকাশিত হয়েছে চলতি বইমেলায়। এর লেখক কথাসাহিত্যিক সালাহউদ্দিন শুভ্র। এটি তার চতুর্থ উপন্যাস। 

উপন্যাস প্রসঙ্গে সালাহউদ্দিন শুভ্র বলেন, ‘আমি একদমই আমাদের এখনকার যে সময়, ঢাকা শহরে মধ্যবিত্তের টিকে থাকার যে তীব্র সংকট সেটাকে তুলে আনতে চেয়েছি। অনেক ঘটনা, অনেক চরিত্র আর বড় ক্যানভাসের এ উপন্যাস পাঠকের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে আছে বলে আমি মনে করি’।

‘খুন হওয়া ঘুম’ প্রকাশ করেছে বৈভব। বইমেলায় তাদের স্টল নম্বর ১১৫। বইটির প্রচ্ছদ করেছেন তৌহিন হাসান। পৃষ্ঠা সংখ্যা ২৫০। ২৫% ছাড়ে বইমেলায় এ উপন্যাসের দাম ৩৩০ টাকা।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও 

কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)

পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ 

হাতির আক্রমণে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়