Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৫ ১৪৩২

সাহিত্য ডেস্ক

প্রকাশিত: ২০:১০, ৯ জুন ২০২২

ঈশ্বর এবং প্রেমের গল্প

সে বলতো, প্রেম ঈশ্বরের মতো সুন্দর
আর আমি বলতাম, না ঈশ্বর প্রেমের মতোন সুন্দর!

সে বলতো, আগে ঈশ্বর, তারপর প্রেম
আমি বলতাম, আগে প্রেম তারপর ঈশ্বর!

সে বলতো, 'তুমি ঈশ্বরের চেয়েও প্রেমকে বেশি বিশ্বাস করো?'
আমি বলতাম, 'মানুষ প্রেমে পড়েলেই ঈশ্বর হয়। আমিও হবো দেখো একদিন....'

তারপর অনেকদিন কেটে গেলে
বিদায় নিলে মাঘের সন্নাসী,

নেমে এলে জৈষ্ঠ্যের বাদল, আমার হতে হতেও
সে হলো না আমার;
আমি ঈশ্বর হয়ে একা রইলাম সাত আকাশের উপর
আর সে রাধা হয়ে খেলিলো গোপন রাস ভিন্ন কৃষ্ণ সনে!

রচনাকাল: ২৭ চৈত্র ১৪২৮ বাংলা

কবি: শ্যামলাল গোঁসাই

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়