সাহিত্য পাতা
আপডেট: ১২:৫৪, ৭ জুলাই ২০২২
জাহাঙ্গীর জয়েসের সাতটি কবিতা
কৌশল
বিচিত্র ধরনের জোব্বার পর জোব্বা গায়ে তুলছি। নিপুণ ক্রীড়াবিদের মতো অজস্র জেবে লুকিয়ে রাখছি অগণিত কৌশল। যখন যেটা প্রয়োজন ছেড়ে দেবো আচানক বোলারের মতো।
বিভ্রম
মাঝে মাঝে মনে হয়
আমার মধ্যে আমি নয়
অন্যরা কথা কয়!
লাল আকাশ
ওই দেখো লাল আকাশ
অস্ত্রের গুদাম থেকে
বেরুচ্ছে লাশ আর লাশ।
মাথা
মাথাও মাঝে মাঝে হয় গ্রেনেড
দুর্গন্ধে
দাসত্বে
গড়ে ওঠে তুমুল ব্যারিকেড।
না মানুষ
কুর্তা দেখে
ঢিল ছুঁড়ে যারা;
সত্য তিতা
না মানুষ তারা।
বিপ্রতীপ
করিলাম আফিমের চাষ
এখন চাই নীল আকাশ!
হাত
এই হাত, সেই হাত
এক হোক সব হাত
নীরক্ত মানুষের।
লাল হাত, কালো হাত
দূর হোক সব হাত
নির্মম অসুরের।
কবি: জাহাঙ্গীর জয়েস, শিক্ষক ও কবি
- কৃপার শাস্ত্রের অর্থভেদ: বাঙলা ভাষার প্রথম বই
- জীবনানন্দ দাশের কবিতা: বৃক্ষ-পুষ্প-গুল্ম-লতা (শেষ পর্ব)
- জীবনানন্দ দাশের কবিতার পাখিরা
- দুঃখের নাগর কবি হেলাল হাফিজ
- সমরেশ মজুমদার এবং ২টি কবিতা
- মাকে নিয়ে লিখা বিখ্যাত পঞ্চকবির কবিতা
- হ্যারিসন রোডের আলো আঁধারি
- সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৯ দিনব্যাপী অমর একুশের অনুষ্ঠানমালা
- পিকলু প্রিয়’র ‘কবিতা যোনি’
- গল্পে গল্পে মহাকাশ
মেজোমামা খুব বোকা