Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৫ ১৪৩২

সাহিত্য ডেস্ক

প্রকাশিত: ১৩:২৩, ১৩ জুলাই ২০২২

গোসাঁই`র বৃক্ষ বন্দনার কাব্য

ডিজাইন আইনিউজ

ডিজাইন আইনিউজ

বৃক্ষ মাতঃ
তব উদরে মোরে লও টানিয়া ফের।
ডুবিতে ডুবিতে এ মানবকুল করিয়াছে যে সিঞ্চন
ভাঙা সেঁওতি যার, দ্বিগুণ যায় ভাঙিয়া
সহিতে না পারিয়া মাতঃ এ বিরহের ভার

আমি চাইনে তাহাদের পশ্চাদপদগামীতা
চাই আনন্দ, মহাকল্লোল, এ চামড়ায় আচ্ছাদিত বুকে-
চাই প্রেম আরও, বড় অশনি সময় মাতঃ ;
ঘিরিয়া রাখিছে মোর কুটিরের চারিধার
মনুষ্য জাত বিশ্বাস হারায়েছে প্রেমে!

বৃক্ষ মাতঃ
বৈরাগ্যের স্রোতে ভেসে কেটে যায় যদি এ ক্ষুদ্র আয়ুর খেলাঘর
দুঃখ নাই, নাই অভিমান কোনো
পূর্বজন্মের স্মৃতি লইয়া আমি তোমার উদরে বৃক্ষ হইবো
পথিকের তরে প্রখর রৌদ্রে মেলিয়া ধরিবো মোর পত্রপল্লব।

 

কবি: শ্যামলাল গোসাঁই (কবিতা: বৃক্ষ মাতঃ রচনাকাল- আষাঢ়ী পূর্ণিমা, ১৪২৯বাংলা)

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়