Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৫ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৪৯, ১৩ জুলাই ২০২২

আবারও হাসপাতালে ভর্তি কবি হেলাল হাফিজ

কবি হেলাল হাফিজকে আবারও রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাকে সেখানে ভর্তি করা হয়।

কবি হেলাল হাফিজ নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কয়েকদিন ধরে শারীরিক অবস্থা ভালো যাচ্ছে না। আজ সন্ধ্যা ৬টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিএমএইচ থেকে গাড়ি পাঠিয়ে নিয়ে আমাকে এখানে আসে। ভর্তি হলাম এখন কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।’

অসুখের বিষয়ে হেলাল হাফিজ বলেন, ‘প্রধানত চোখের অসুবিধা, খেতে পারি না, আর হাঁটাচলায় কষ্ট।’

কিডনির সমস্যা, গ্লুকোমা, ডায়াবেটিস, নিউরোলজিক্যাল সমস্যাও আছে বলে জানান তিনি।

এর আগে বার্ধক্যজনিত জটিলতার কারণে গত বছর আগস্টে সিএমএইচে ভর্তি করা হয়েছিল কবি হেলাল হাফিজকে।

১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোণায় হেলাল হাফিজের জন্ম হয়। ১৯৮৬ সালে তার প্রথম কবিতার বই ‘যে জলে আগুন জ্বলে’ প্রকাশিত হয়। কবিতার জন্য ২০১৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়