Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৭ ১৪৩১

সাহিত্য ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৩, ১২ অক্টোবর ২০২২

ছন্দের মিলে অমিলের ছড়া | শ্যামলাল গোসাঁই

অমিলের ছড়া

অমিলের ছড়া

অমিলের ছড়া

বাঘে আর ছাগলে, এক ঘাটে রাখিলে
কখনোই জল-পানি গিলে না;
সাড়ে পেলে শিয়ালের, ঘুম ভাঙে কুকুরের
তাহাদের কখনোই মিলে না।

বেজি যদি দেখে সাপ, ত্রাহি ত্রাহি, বাপ বাপ
দা-য় আর কুমড়াতে খেলে না,
তেলে আর বেগুনে, রেগেমেগে আগুনে
মিতালিটা তবু তারা করে না!

তেলে আর জলে মিশে? বৈরী তা চিরদিন
কোকিলের গান শুনে কাক হাসে কোনদিন?

লোহা আর হাতুড়িতে মিল নেই কভু-ও
পাশাপাশি থাকে তারা আজীবন তবু-ও।

মশা আর মশারীর ভাব সেই অমিলেই
ডাঙায় আর মীনে প্রেম, ভাঙে তাহা অচিরেই।

আড়ি আছে বিড়াল আর ইঁদুরের মধ্যে
দেশে-দেশে আড়ি আছে, দেখেছি তা যুদ্ধে।

টাক আর চুল যেন ইউক্রেন-রাশিয়া,
মাথা যার দুখ তার, কাঁদে তাই বসিয়া।

কী-ই না মজা হতো

কী-ই না ভালো হতো,
রিক্সা যদি সড়কে নয়
আকাশ পথে যেতো!

বিমান যদি আসতো নেমে
সড়ক পথে ট্রাফিক জ্যামে,
কোকিল যদি প্রেমের চিঠি পেত!
কী-ই না মজা হতো।

গ্রীষ্মকালে বর্ষা হলে
বসন্তটা ভাদ্রে এলে,
শীতটা যদি আষাঢ় মাসে হতো!
কী-ই না মজা হতো।

কবি যদি পুলিশ হতো
আর্মি সবাই নায়ক হতো  
র‍্যাব-পুলিশের কর্মী সভা হতো-
কী-ই না মজা হতো।

ডুমুর

যেন ভাঙা, ডুমুর রাঙা
অধর তোমায় হায়;

প্রেম পাপিয়া রোজ আসিয়া
ঠোঁট লাগিয়ে যায়।

যদি তাহা পেতাম আহা!
কী-ই না ভালো হতো-

রাত্র-দুপুর, সন্ধ্যা ও ভোর
ডুমুর খেয়েই যেতো।

বৈশাখী

ইঁদুরের মতো ছোট দাঁত তার দেখা যায়
ছোট ছোট দাঁত দিয়ে, শুধু শুধু কমড়ায়।

নাম তার বৈশাখী, জৈষ্ঠ্যের ঢল,
মুখ জুড়ে সর্বদা হাসি খলখল।

মল্লিকা

আসে মেঘ, বরিষণ
শিহরণ- দোলে মন;

ভিজে তরু, মৃত্তিকা
কই প্রেম, মল্লিকা?

ওঠে চাঁদ, আলোময়
বোবা মন প্রেমী হয়।


লেখক: শ্যামলাল গোসাঁই কবি ও সংবাদকর্মী

লেখকের আরও লেখা:

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সৌদি আরবে মেয়েকে নির্যাতনের খবরে মায়ের আহাজারি-কান্না

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়