সাহিত্য ডেস্ক
`দীঘল রাণী` বইয়ের মোড়ক উন্মোচন
লেখক ও অতিথিদের হাতে `দীঘল রাণী`
বিশ্ব কবিমঞ্চ যুক্তরাজ্য শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কবি আবুল কালাম আজাদ ছোটন-এর প্রকাশিত 'দীঘল রাণী’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও লেখককে সংবর্ধনা দেয়া হয়েছে।
সম্মিলিতকণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সভা শুরু হয়।
বিশ্ব কবিমঞ্চ সিলেট জেলা শাখার আয়োজনে শুক্রবার (১৪ অক্টোবর) সিলেট নজরুল একাডেমিতে সিলেট জেলা শাখার সভাপতি কবি ডা. শামসুন নূর মানবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও বর্তমান লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার বনমালী ভৌমিক।
আমন্ত্রিত অতিথি ছিলেন ধর্মনগর ত্রিপুরা, ভারত থেকে আগত বাচিক শিল্পী , নাট্যাভিনেত্রী ও কবি শ্রীমতি সুনন্দা দেবনাথ ও নৃত্য শিল্পী শ্রীমতি হিমজায়া দেবনাথ।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন- অ্যাডভোকেট মোহাম্মদ নিজাম উদ্দিন (পিপি), কবি মায়া ওয়াহেদ, নজরুল একাডেমির অধ্যক্ষ সঙ্গীত শিল্পী হিমাংশু বিশ্বাস, ভারতের ত্রিপুরা বিশিষ্ট বাচিক শিল্পী ও সঞ্চালক কবি সুনন্দা দেবনান।
মূখ্য আলোচক ছিলেন বিশ্ব কবিমঞ্চ-এর কেন্দ্রীয় আহবায়ক পুলক কান্তি ধর। সভায় শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ব কবিমঞ্চ সিলেট জেলা শাখার সিনিয়র সহসভাপতি জনাব কবি চন্দ্র শেখর দেব ।
সম্বর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কবি আবুল কালাম আজাদ ছোটন।
উপস্থিত দর্শকদের পক্ষ থেকে বক্তব্য, কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন কবি নিলুফার ইসলাম, কবি অমিতাভ বর্ধন , কবি আশীষ দে, কবি প্রশান্ত লিটন, কবি রাজেশ কান্তি দাস, কবি ঋশীকেশ রায় শংকর , কবি অসীম চন্দ্র পাল, সাংবাদিক ও কবি মঈন উদ্দিন মনজু, নারী অধিকার কর্মী রীনা কর্মকার, সম্মিলিত সামাজিক আন্দোলনের আহ্বায়ক সহকারী অধ্যাপিকা জান্নাতারা খান পান্না, কবি বাছিত ইবনে হাবিব, বিশিষ্ট নাট্যকার ও ও কবি কণ্ঠের মূখ্য পরিচালক কবি বাবুল আহমেদ, কবি কণ্ঠের মূখ্য যুগ্ম পরিচালক কবি হরিপদ চন্দ, এডভোকেট ও কবি আব্দুস সাদেক লিখন, কবি কাওছার জাহান লিপি, দৈনিক সিলেটের ডাক পত্রিকার সাংবাদিক আলী হোসেন, কবি ও গণসংগীত গায়ক ফকির মাহমুদ, কবি ও গায়িকা ফকির মাহমুদা, কবি শতাব্দী দাস, এডভোকেট ও কবি সফিকুল ইসলাম, সার্জন টিভির পরিচালক কবি জুবের আহমেদ সার্জন প্রমুখ।
সভায় বক্তারা বলেন- সবাই কবিতা লিখতে পারে না। তবে যারা অসাধারণবোধ বোদি সম্পন্ন সমাজের দর্পণ শুধু তারাই কবি হতে পারেন, কবিতা লিখতে পারেন। সমাজের অসংগতি, দুর্নীতি ও সাম্প্রদায়িকতাকে প্রতিহত করা কবিতার উপজীব্য হওয়া উচিত ।
অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন কবি শ্রাবণী দাস বীথি ও কবি কামাল আহমেদ । সভা শেষে নৃত্য পরিবেশন করেন ভারতীয় অতিথি শ্রীমতি হিমজায়া দেবনাথ।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??
- কৃপার শাস্ত্রের অর্থভেদ: বাঙলা ভাষার প্রথম বই
- জীবনানন্দ দাশের কবিতা: বৃক্ষ-পুষ্প-গুল্ম-লতা (শেষ পর্ব)
- জীবনানন্দ দাশের কবিতার পাখিরা
- দুঃখের নাগর কবি হেলাল হাফিজ
- সমরেশ মজুমদার এবং ২টি কবিতা
- মাকে নিয়ে লিখা বিখ্যাত পঞ্চকবির কবিতা
- সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৯ দিনব্যাপী অমর একুশের অনুষ্ঠানমালা
- হ্যারিসন রোডের আলো আঁধারি
- পিকলু প্রিয়’র ‘কবিতা যোনি’
- গল্পে গল্পে মহাকাশ
মেজোমামা খুব বোকা