সাহিত্য ডেস্ক
আপডেট: ১৭:১৯, ২২ অক্টোবর ২০২২
হাওয়াই গাড়ির গান | হেলাল আহমেদের ছোটগল্প
প্রতিকৃতি- আইনিউজ
কতোদিন বিনেপয়সাতে শরিফুল আমায় ওর হাওয়াই রিকশায় চড়িয়ে চড়িয়ে ওর স্বপ্নের কথা বলেছে। একদিন বললো, বাদ্যযন্ত্রের সাথে গান করতে চায়। আমি একটা গীটার নিয়ে গিয়েছিলাম পরবর্তীবার। ওইদিন শরিফুল অনেকগুলো গান শুনিয়েছিলো। এসব গল্পের মতো শোনালেও সত্যি। রিক্সা চালিয়ে চালিয়ে ভরা রাস্তায় ও গলা খুলে গান গাইতো। আমি পেছনে বসে হাসতা্ কখনো ওর সঙ্গে শামিল হয়ে গাইতাম।
আমার অনেক বন্ধুবান্ধবদের মধ্যে একজনের নাম শরিফুল (ছদ্মনাম)। পেশায় সে একজন রিকশাচালক। উত্তরবঙ্গের কোন এক জেলা থেকে জীবন জীবিকার খোঁজে শরিফুল মৌলভীবাজার নামক আমাদের এ ছোট্ট শহরতলীতে এসেছিলো বেশ কয়েক বছর আগে। আমার সাথে তাঁর পরিচয় বছর তিনেক আগে ব্যস্ত সড়কপথে। পরিচয়ের মাধ্যম সঙ্গীত। বলতে হয় সেদিন চলতি পথে গান গাইতে গাইতে শহরের অলিগলি ঘুরতে ঘুরতে শরিফুলকে বন্ধু হিসেবে পেয়ে যাই।
তিন বছর আগে একদিন রিকশা চড়ে কোথাও যাচ্ছিলাম না; নিরুদ্দেশ ঘুরে বেড়াচ্ছিলাম শহরের বুক দিয়ে। এ আমার অনেকদিনের অভ্যাস। মাস শেষে মাইনে পেলে হাতে চকচকে নোট আসলে আমি সুন্দর একটা রিকশায় করে এই শহরটা ঘুরে বেড়াই। সেদিন আমার দোসর আর কেউ থাকেনা রিকশাচালকটি ছাড়া।
তো সেদিন শরিফুলের রিকশা দিয়ে যখন ঘুরছি আমার সঙ্গে বাদ্য-বাজনার ব্যাগও ছিলো। বাদ্য-বাজনার ব্যাগ দেখলে স্বভাবতই সকলে চেয়ে থাকে। শরিফুলও তেমনি চেয়েছিলো কিছুক্ষণ। আমায় বললো, 'আপনি গান বাজনা করেন নিহি?' জবাব দিলাম, 'এই টুকটাক করি আরকি। আপনেও গান করেন নাকি মামা?'
এই একটা প্রশ্নই শরিফুল আর আমার সম্পর্কটা সেদিন গড়ে দিয়েছিলো। সেদিন আমার প্রশ্নের উত্তরে সঙ্গীত নিয়ে তার আগ্রহের এতোসব কথা বলে যে এরপর আমরা প্রায়শই দেখা করি, বসে আড্ডা দেই। ধীরে ধীরে আমাদের আলাপের বিষয় গান বাজনা ছেড়ে পারিবারিক হয়ে যায়। শরিফুলের পরিবার নিয়ে স্বপ্ন, তার মেয়ে দুটি নিয়ে স্বপ্ন...
তার আরেকটি স্বপ্ন গান গাওয়ার। শরিফুলের স্বপ্ন সে একদিন গান গেয়ে সবাইকে মাত করে দেবে। আদৌ তা সম্ভব হবে কিনা তা শরিফুল বা আমি কেউই জানি না। জানতে ইচ্ছুকও না। শরিফুল স্বপ্ন দেখতে পছন্দ করে আর সে স্বপ্ন দেখে যেতে চায়।
কতোদিন বিনেপয়সাতে শরিফুল আমায় ওর হাওয়াই রিকশায় চড়িয়ে চড়িয়ে ওর স্বপ্নের কথা বলেছে। একদিন বললো, বাদ্যযন্ত্রের সাথে গান করতে চায়। আমি একটা গীটার নিয়ে গিয়েছিলাম পরবর্তীবার। ওইদিন শরিফুল অনেকগুলো গান শুনিয়েছিলো। এসব গল্পের মতো শোনালেও সত্যি। রিক্সা চালিয়ে চালিয়ে ভরা রাস্তায় ও গলা খুলে গান গাইতো। আমি পেছনে বসে হাসতা্ কখনো ওর সঙ্গে শামিল হয়ে গাইতাম। শরিফুল আমাকে রাস্তায় হাঁটতে দেখলেই ডাকতো। চা, সিগারেট খেয়ে খেয়ে গল্প করে কতো সময় কাটিয়ে দিয়েছি আমরা।
গত শীতে এক ঊষালগ্নে ক্যামেরা নিয়ে বেরিয়েছিলাম আমি আর লিংকু দা। সেই সকালে ঘুরতে ঘুরতে পেয়ে গিয়েছিলাম শরিফুলকেও। ওর ফুটফুটে দুইটি মেয়েকে নিয়ে সকালে হাঁটতে বেরিয়েছে। সেদিন ওদের অনেক ছবি তুলি। ছবি তোলে দিবো বলেছিলাম, কিন্তু শরিফুলকে দেয়া হয়নি। ওর ফুটফুটে হাস্যোজ্জ্বল দুটি বাচ্চার ছবি আমার কাছে রয়ে গেছে। কতোকিছু ডিলিট করেছি বিগত দিনে স্থান সঙ্কুলান করতে। কিন্তু এদের ছবি মুছিনি। ছবিগুলো আমার কাছে শরিফুলের শেষ স্মৃতির মতো।
ক্যামেরায় সেদিন এভাবেই ধরা দিয়েছিলো শরিফুলের দুই ফুটফুটে মেয়ে
কোভিড প্রাদুর্ভাব শুরুর কিছুদিন পর আমি শহর ছেড়ে বাড়িতে চলে আসি। সেখানেই বেশি থাকতাম। এই দীর্ঘ সময় শরিফুলের কথা আমার একবারো মাথায় আসেনি। যেদিন ওকে মনে পড়েছে সেদিন ওর বাড়িতে খুঁজতে গিয়ে দেখলাম ওরা এখন এখানে থাকেনা। প্রাদুর্ভাব ঠেকাতে লকডাউন দেয়ার পর শরিফুল উত্তরবঙ্গের তার গ্রামের বাড়িতে চলে গেছে বলে জানালো তার প্রতিবেশি একজন।
শরিফুল কবে আসবে জানিনা। আদৌ আসবে কিনা জানিনা। হয়তো আমাদের আর দেখাই হবে না কোনোদিন। তবু শরিফুলের এই দুটি বাচ্চার ছবি দেখে দেখে শরিফুলকে মনে রাখছি আমি। কিন্তু এভাবে একটা মানুষকে কতোদিনইবা মনে রাখা যায়? শরিফুলকে মনে রাখতে হবে কারণ ও আমায় কিছু আনন্দময় মুহূর্ত দিয়েছিলো। আমরা একসাথে কিছু সময় আনন্দে, উল্লাসে কাটিয়েছিলাম।
লেখক- হেলাল আহমেদ (ছদ্মনাম- শ্যামলাল গোসাঁই), কবি ও গণমাধ্যমকর্মী
লেখকের আরও লেখা:
- বঙ্গদেশীয় নারীবাদ: কিংবা কিছু কথা
- ভাটির কবি আব্দুল করিম এবং কিছু কথা
- দ্য কনসার্ট ফর বাংলাদেশ: ইতিহাসে ভিন্নরকম এক সঙ্গীতায়োজন
- এ পি জে আব্দুল কালাম: ‘দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া’
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??
- কৃপার শাস্ত্রের অর্থভেদ: বাঙলা ভাষার প্রথম বই
- জীবনানন্দ দাশের কবিতা: বৃক্ষ-পুষ্প-গুল্ম-লতা (শেষ পর্ব)
- জীবনানন্দ দাশের কবিতার পাখিরা
- দুঃখের নাগর কবি হেলাল হাফিজ
- সমরেশ মজুমদার এবং ২টি কবিতা
- মাকে নিয়ে লিখা বিখ্যাত পঞ্চকবির কবিতা
- সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৯ দিনব্যাপী অমর একুশের অনুষ্ঠানমালা
- হ্যারিসন রোডের আলো আঁধারি
- পিকলু প্রিয়’র ‘কবিতা যোনি’
- গল্পে গল্পে মহাকাশ
মেজোমামা খুব বোকা