হেলাল আহমেদ
আপডেট: ১১:২৫, ২৫ জানুয়ারি ২০২৩
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী, যশোরে বসেছে মধুমেলা
আজ বুধবার মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৯ তম জন্মবার্ষিকী। বাংলা সাহিত্যের অমর এ কবির জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলার আয়োজন করা হয়েছে। আজ বুধবার (২৫ জানুয়ারি) বিকেল ৫টায় মেলার উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
মহাকবি মাইকেল মদুসূদন দত্ত ১৮২৪ সালের ২৫ জানুয়ারি কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা রাজনারায়ণ দত্ত ছিলেন জমিদার। ১৮৭৩ সালে ২৯ জুন কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাইকেল মধুসূদন দত্ত।
এ মহাকবির জন্মের কারণেই সাগরদাঁড়ি ও কপোতাক্ষ নদ জগৎবিখ্যাত। কালের প্রবাহে কপোতাক্ষ নদের যৌবন বিলীন হলেও মাইকেলের কবিতার কপোতাক্ষ নদ যুগে যুগে বয়ে চলেছে।
কেশবপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিউর রহমান বলেন গত দুই বছর করোনার কারণে মহাকবির জন্মবার্ষিকীতে মধুমেলা হয়নি। এবারের মেলায় লাখো দর্শনার্থী ও মধুপ্রেমীদের সমাগম ঘটতে পারে।
বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে আর্থিক পৃষ্ঠপোষকতায় যশোর জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় ১৯৯৪ সাল হতে সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকীতে সপ্তাহ ব্যাপী মধুমেলার আয়োজন হয়েক থাকে।
মধুমেলা-২০২৩ এর উদযাপন কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান ও সদস্য সচিব কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, মধুমেলার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার বিকাল ৫ টায় মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৯ তম জন্মবার্ষিকী ও সপ্তাহব্যপী মধুমেলার উদ্বোধন করবেন সংষ্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। বিশেষ অতিথি থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।
মধুমেলার সদস্য সচিব কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম আরাফাত হোসেন আরো বলেন, মধুমেলার আয়োজনের মধ্যে থাকছে দেশ বরেণ্য খ্যাতিমান কবি-সাহিত্যিকদের সমন্বয়ে আলোচনা সভা, সাংষ্কৃতিক অনুষ্ঠান, যাত্রা, সার্কাস, পুতুল নাচ, মৃত্যুকুপ, চ্যারিটিশোসহ নানা আয়োজন।
তবে মেলার সকল প্রকার অশ্লীলতা কঠোর হস্তে দমন করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মেলার সকল স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এবারও জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকেল মধুসূদন পদক প্রদান করা হবে।
ছোটগল্পগ্রন্থ
এক উপেনের জীবনালেখ্য: জীবনবিন্যাসের শিল্পরূপ
বাংলা সাহিত্যের মাইকেল ও তার সৃষ্টি
বাংলা সাহিত্যের রূপ পরিবর্তন ও পরিবর্ধনে মাইকেল মধুসূদন দত্তের প্রভাব অনেকখানি। বলা হয়ে থাকে, মাইকেলের কবিতার মধ্য দিয়ে বাংলা কবিতায় গদ্য আকারে পদ্য লেখার শুরু হয়। এর আগ পর্যন্ত বাংলা সাহিত্যের বেশিরভাগ পদ্যই লেখা হতো নির্দিষ্ট কিছু ছন্দে, অনেক ক্ষেত্রে গাইবার উদ্দেশ্যে।
কিন্তু বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের আবির্ভাবের পর তিনি ভেঙে ফেলে দীর্ঘদিন ধরে চলে আসা বাংলা কবিতার এই ছক। একারণে মাইকেল মধুসূদন দত্তকে বাংলা কবিতার একজন সংস্কারকও বলা চলে।
মাইকেল মধুসূদন দত্তের কালজয়ী রচনাবলীর অন্যতম হলো-মেঘনাদবধ কাব্য, শর্মিষ্ঠা, ক্যাপটিভ লেডী, কৃষ্ণকুমারী, বুড়ো শালিকের ঘাঁড়ে রোঁ, বীরাঙ্গনা। এসবের মধ্যে মেঘনাদবধ কাব্য তাঁকে সাহিত্যাঙ্গণে অনেক উঁচু আসনে পৌঁছে দিয়েছে। কপোতাক্ষ নদ নামের কবির আরও একটি লেখাও বেশ জনপ্রিয়। যেখানে মূলত, ইউরোপের মোহে পড়া কবির বাংলাপ্রীতি তথা মাতৃভক্তি ফুটে ওঠেছে করুণভাবে।
বাংলা নাটকেও মাইকেল মধুসূদন দত্তের প্রভাব রয়েছে। বিখ্যাত নাট্যকার ও সাহিত্যিক শেক্সপিয়ারের আদলে এই ভূবাংলায় সর্বপ্রথম তিনিই নাটক তৈরির ক্ষেত্রে মনযোগ দিয়েছিলেন। এবং বাংলা নাটকের সাথে জড়িতদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন আধুনিক নাটক, বিশ্ব নাটকের সাথে।
আই নিউজ/এইচএ
এই বিভাগের আরও লেখা:
- বঙ্গদেশীয় নারীবাদ: কিংবা কিছু কথা
- ভাটির কবি আব্দুল করিম এবং কিছু কথা
- দ্য কনসার্ট ফর বাংলাদেশ: ইতিহাসে ভিন্নরকম এক সঙ্গীতায়োজন
- এ পি জে আব্দুল কালাম: ‘দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া’
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
- কৃপার শাস্ত্রের অর্থভেদ: বাঙলা ভাষার প্রথম বই
- জীবনানন্দ দাশের কবিতা: বৃক্ষ-পুষ্প-গুল্ম-লতা (শেষ পর্ব)
- জীবনানন্দ দাশের কবিতার পাখিরা
- দুঃখের নাগর কবি হেলাল হাফিজ
- সমরেশ মজুমদার এবং ২টি কবিতা
- মাকে নিয়ে লিখা বিখ্যাত পঞ্চকবির কবিতা
- সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৯ দিনব্যাপী অমর একুশের অনুষ্ঠানমালা
- হ্যারিসন রোডের আলো আঁধারি
- পিকলু প্রিয়’র ‘কবিতা যোনি’
- গল্পে গল্পে মহাকাশ
মেজোমামা খুব বোকা