আই নিউজ ডেস্ক
বসন্তের প্রথম দিনে বইমেলার রঙিন বিকেল
বাংলাদেশের ঋতুচক্রে আজ থেকে শুরু হয়েছে ফাল্গুন মাস অর্থাৎ, বসন্ত। বসন্তের রঙে যেমন সেজেছে প্রকৃতি তেমনি সেজেছে তরুণ-তরুণীরাও। বসন্তের এই রঙ যেন আজ লেগেছিলো ঢাকায় চলমান অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণে। ধূসর বিকেল বইমেলায় রঙিন হয়েছে বাসন্তী রঙে।
বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে মাসব্যাপী অমর একুশে বইমেলা। বইমেলা জমতে শুরু করেছে। এরই মধ্যে অর্ধেক মাস পেরিয়ে গেছে।
আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বসন্তের বার্তা দেখা গেছে অমর একুশে বইমেলায় আসা পাঠক-দর্শকদের পোশাক-সাজসজ্জায়। মৃদুমন্দ বাতাসে বাসন্তী সাজে ঘুরে বেড়িয়েছেন বহু তরুণ-তরুণী। সোহ্রাওয়ার্দী উদ্যানের বইমেলার স্টল ঘুরে দেখেন তারা। কেউ কেউ পরিবার ও বন্ধুদের নিয়ে মেলায় এসেছেন।
পয়লা ফাল্গুন আর বিশ্ব ভালোবাসা দিবস একই দিনে পড়েছে। গ্রেগরিয়ান বর্ষপঞ্জির সঙ্গে সমন্বয় করে বাংলা বর্ষপঞ্জির সংস্কার করায় একদিন পিছিয়ে পহেলা ফাল্গুন ১৪ ফেব্রুয়ারি গণনা হচ্ছে।
মেলার ঘুরে বেড়ানো একদল তরুণ-তরুণীর সবাই বাসন্তী রঙের শাড়ি আর হলুদ পাঞ্জাবি পরেছেন। সেই দলের এক তরুণী বলেন, তরুণ এক লেখকের নতুন বের হওয়া প্রেমের উপন্যাসটিই তিনি বন্ধুকে উপহার দিয়েছেন। আরেক তরুণ বলেন, তিনিও প্রেমের গল্প বা উপন্যাস খুঁজছেন। তবে তা নিজে পড়ার জন্যই কিনবেন।
শুধু পাঠকদের মাঝেই না, বসন্তের আগমনী ছোঁয়া লেগেছে স্টলগুলোতেও। বিক্রয় কর্মীরাও সেজে এসেছিলেন বসন্তের রঙের সঙ্গে মিলিয়ে। প্রতিটি স্টলেই দেখা গেছে বসন্তের রঙ-বেরঙের বই প্রেমীদের ভিড়ও।
আই নিউজ/এইচএ
আই নিউজ ভিডিও গ্যালারী
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
- কৃপার শাস্ত্রের অর্থভেদ: বাঙলা ভাষার প্রথম বই
- জীবনানন্দ দাশের কবিতা: বৃক্ষ-পুষ্প-গুল্ম-লতা (শেষ পর্ব)
- জীবনানন্দ দাশের কবিতার পাখিরা
- দুঃখের নাগর কবি হেলাল হাফিজ
- সমরেশ মজুমদার এবং ২টি কবিতা
- মাকে নিয়ে লিখা বিখ্যাত পঞ্চকবির কবিতা
- হ্যারিসন রোডের আলো আঁধারি
- সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৯ দিনব্যাপী অমর একুশের অনুষ্ঠানমালা
- পিকলু প্রিয়’র ‘কবিতা যোনি’
- গল্পে গল্পে মহাকাশ
মেজোমামা খুব বোকা