হেলাল আহমেদ
জ্ঞানের চেয়ে কল্পনা বেশি গুরুত্বপূর্ণ?
বিজ্ঞান এবং ধর্ম, বিজ্ঞানী ও তাদের ঈশ্বরে বিশ্বাস নিয়ে মানুষের আগ্রহ এখনো সমান। বরং সময়ের সাথে সাথে পাল্টে যাচ্ছে বিজ্ঞান ও ধর্ম নিয়ে মানুষের ভাবনা। অনেক বিজ্ঞানী যখন ঈশ্বরে বিশ্বাস করছেন তখন আরেকজন ধার্মিক হয়তো ধর্ম ত্যাগ করছেন, ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকারের মানস গঠন করছেন।
বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের ঈশ্বর বিশ্বাস নিয়েও অল্প চর্চা হয়নি। যে বিজ্ঞানী এ মহাবিশ্বের বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়কে নিজের জ্ঞান দিয়ে খণ্ডন করে উন্মুক্ত করেছেন সাধারণের সামনে তার কি ঈশ্বরে বিশ্বাস ছিলো? নাকি তিনি ঘোর যুক্তিবাদী ছিলেন? তার যুক্তিতে, জীবনাচরণে ঠাই পেতো ঈশ্বর বিষয়ক কোনো বন্দনা?
নিজের ঈশ্বর ভাবনা নিয়ে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন অনেকসময় অনেক কথা বলেছেন। আইনস্টাইন কখনো হয়ে গেছেন বাউল শাহ আব্দুল করিম। স্বীকার করেছেন শুদ্ধ শক্তির ঈশ্বরকে। কিন্তু ব্যক্তি ঈশ্বরকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। তিনি ব্যক্তি ঈশ্বরে বিশ্বাস করতেন না বলেছেন। কিন্তু বিশ্বাস করতেন কোনো এক শক্তির উপর। যার মাধ্যমে চালিত হচ্ছে এ গোটা বিশ্বলয়।
১৯৯২ সালে জর্জ সিলভেস্টার ভিয়েরেককে দেয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন আবারও তার ঈশ্বরে বিশ্বাস নিয়ে খোলামেলা আলোচনা করেন। এখান থেকে অনেকটাই পরিষ্কারভাবে তাঁর ঈশ্বরে বিশ্বাস নিয়ে একটা ধারণা পাওয়া যায়। আই নিউজের পাঠকদের জন্য আজকে থাকছে আলবার্ট আইনস্টাইনের সেই সাক্ষাৎকার থেকে পাওয়া কিছু অংশ-
আইনস্টাইন বলেন: আমি একজন দৃঢ়প্রতিজ্ঞ। এমনিতে আমি মুক্ত ইচ্ছা বিশ্বাস করি না। ইহুদিরা স্বাধীন ইচ্ছা বিশ্বাস করে। তারা বিশ্বাস করে যে মানুষ তার নিজের জীবনকে আকৃতি দেয়। আমি দার্শনিকভাবে সেই মতবাদ প্রত্যাখ্যান করি। এই সম্মানে আমি ইহুদী নই...
আমি সোপেনহাউয়েরের সাথে বিশ্বাস করি: আমরা যা চাই তা করতে পারি, কিন্তু আমরা শুধু তাই চাই যা আমাদের উচিত। বাস্তবিকভাবে, আমি, তবুও, কাজ করতে বাধ্য হচ্ছি যদি ইচ্ছা স্বাধীনতা থাকে। আমি যদি সভ্য সমাজে বসবাস করতে চাই, তাহলে আমাকে এমন আচরণ করতে হবে যেন মানুষ একজন দায়িত্বশীল।
বিজ্ঞানী আইনস্টাইন কি ঈশ্বরে বিশ্বাস করতেন?
আমি কোন কিছুর জন্যই ক্রেডিট দাবি করি। সবকিছু নির্ধারিত, শুরু এবং শেষ, শক্তি দ্বারা যার উপর আমাদের কোন নিয়ন্ত্রণ নেই। এটি পোকা এবং তারকার জন্যও নির্ধারিত। মানুষ, সবজি কিংবা মহাজাগতিক ধূলো, আমরা সবাই অদৃশ্য সুরে নাচি, দূরত্বে রহস্যময় বাদক।
কল্পনায় মুক্তভাবে আঁকার জন্য আমি একজন শিল্পীই যথেষ্ট। কল্পনা জ্ঞানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জ্ঞান সীমিত। কল্পনা পৃথিবীকে ঘিরে রেখেছে।
- অ্যালবার্ট আইনস্টাইনের সাক্ষাৎকার থেকে
আই নিউজ/এইচএ
আই নিউজ ভিডিও গ্যালারী
নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি
- কৃপার শাস্ত্রের অর্থভেদ: বাঙলা ভাষার প্রথম বই
- জীবনানন্দ দাশের কবিতা: বৃক্ষ-পুষ্প-গুল্ম-লতা (শেষ পর্ব)
- জীবনানন্দ দাশের কবিতার পাখিরা
- দুঃখের নাগর কবি হেলাল হাফিজ
- সমরেশ মজুমদার এবং ২টি কবিতা
- মাকে নিয়ে লিখা বিখ্যাত পঞ্চকবির কবিতা
- হ্যারিসন রোডের আলো আঁধারি
- সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৯ দিনব্যাপী অমর একুশের অনুষ্ঠানমালা
- পিকলু প্রিয়’র ‘কবিতা যোনি’
- গল্পে গল্পে মহাকাশ
মেজোমামা খুব বোকা