সুইটি দাশ
তাঁহাতে বিভোর | সুইটি দাশ
তাঁহাতে বিভোর সুইটি দাশ
এই যে মেয়ে শোনছ কি?
জানতে পারি নামটি কি?
নীল শাড়িতে দণ্ডায়মান
সৌন্দর্য তাহার পাহাড় সমান
আলতা রাঙা পায়ে যখন পদ্ম পাড়ে হাঁটে
মনে হয় পায়ের ছাপে রক্তজবা ফোটে
দেখলে তারে জুড়ায় নয়না
নীল শাড়িতে সে নীলঞ্জনা..
কি দিয়ে দিব তার রুপের অপরুপ বর্ণনা
কাজল কালো আঁখিতে লাগছে সুনয়না
যত দেখি তাহারে প্রাণ তো ভরে না
দু’নয়নে ভাসে সদা নয়ন থেকে সরে না
নীল শাড়ি খোলা চুলে ভাবি যখন তাহারে
মুগ্ধ হই তাতে বিভোর হই বারে বারে
খোঁপায় বেলীফুল
কে তুমি সুহাসিনী
রেশমি কালো চুলে বেনুনী
তাঁহাতে আবার বেলীফুলের মালা
তাহা নয়নে হেরিবার পর অন্তরে হচ্ছে মিষ্টি জ্বালা..
মোর নয়য়নের সম্মুখে যখন পদ ফেলিয়া যায়
হৃদয় মোর তাহার সাথে বহুদূর হাঁটিতে চায়
এতো সুন্দর করিয়া তাহারে গড়িয়াছেন বিধাতায়..
মন কেবলই তাহার পানে ছুটে চলিতে চায়
ঝুনুঝুনু নুপুর বাজে তার রাঙা পায়..
বেলীফুলের মতো আবাস করিব তাহার খোঁপায়..
পিতা
এমন এক মানুষ আছে।
ভালোবাসাময় হৃদয় আছে
ভালোবাসি কথাটি সে বলে না কভু মূখে..
সবসময় চিন্তা করে রাখবে সবাইকে সুখে..
রুদ্রে পুড়েন বৃষ্টি ভেজেন
সবার মধ্যে হাসি খোঁজেন
নিজে পুরান বস্ত্র পড়েন
দিবানিশি কর্ম করেন।
সবার জন্য জোগান দেন
বট বৃক্ষের মতো ছায়া দেন
এমন কেউ করতে পারে
যায় না কভূ ভাবা
নিঃস্বার্থে যিনি এমন করেন
তিনি আমার বাবা
লেখক- সুইটি দাশ
- কৃপার শাস্ত্রের অর্থভেদ: বাঙলা ভাষার প্রথম বই
- জীবনানন্দ দাশের কবিতা: বৃক্ষ-পুষ্প-গুল্ম-লতা (শেষ পর্ব)
- জীবনানন্দ দাশের কবিতার পাখিরা
- দুঃখের নাগর কবি হেলাল হাফিজ
- সমরেশ মজুমদার এবং ২টি কবিতা
- মাকে নিয়ে লিখা বিখ্যাত পঞ্চকবির কবিতা
- হ্যারিসন রোডের আলো আঁধারি
- সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৯ দিনব্যাপী অমর একুশের অনুষ্ঠানমালা
- পিকলু প্রিয়’র ‘কবিতা যোনি’
- গল্পে গল্পে মহাকাশ
মেজোমামা খুব বোকা