উজ্জ্বল মেহেদী
আপডেট: ১৪:৪২, ১ মে ২০২৩
জন হেনরি, জন বারকি…
সিলেটের সিনিয়র সাংবাদিক উজ্জ্বল মেহেদীর জলজীবিকার জলোপাখ্যান 'বারকি, জন বারকি' থেকে একটি নাটক হচ্ছে। নাট্যরূপায়ন করছে সিলেটের একটি নাট্যসংগঠন। নাটকের একটি গীতিনাট্যে ছায়া পড়েছে জন হেনরির। শ্রম দুনিয়ায় আলোচিত চরিত্র জন হেনরি। মে দিবসে যেন গাথা হয়ে আছে। এ গাথা থেকে গণগানে প্রাণ দিয়েছেন এই উপমহাদেশের প্রখ্যাত গণসংগীতশিল্পী হেমাঙ্গ বিশ্বাস।
জন হেনরি-কাহিনির ছায়া পথে জন বারকিও। ব্রিটিশ আমলে আমাদের জলতল্লাট ঘিরে জলজীবিকার নতুন উদ্ভাবন বারকি নৌকাভিত্তিক জন বারকি-কাহিনিও শ্রমিকের অধিকার হরণের চিত্র। কূটচাল সেকালেও ছিল, এ কালেও আছে। আজ মহান মে দিবস উপলক্ষে বারকি নাট্যরূপ থেকে গীতিনাট্য অংশ প্রকাশ হলো।
বারকি-ফুল
'নাম তার ছিল জন হেনরি
ছিল যেন জীবন্ত ইঞ্জিন
হাতুড়ির তালে তালে গান গেয়ে শিষ দিয়ে
খুশি মনে কাজ করে রাতদিন
হয় হয় হয় খুশি মনে কাজ করে রাতদিন...।'
জন হেনরি, হেনরি, ছিল ছিল ছিল এক জন হেনরি
হেনরি রআগে জেনো ছিল এক জন
বারকি র-কাহিনি, জন বারকির র-কাহিনি।
জন বারকি জন বারকি
জলে জল্লুশ মহা জীবন
জলতল্লাটে শ্রমে-ঘামে ফুটে ওঠে
বারকি নামের এক ফুল
ফুল ফুল জলফুল বারকি নামের এক ফুল
বারকি নামের এক ফুল।
পরাধীন জল তল্লাটে, ব্রিটিশরা হাটে-মাঠে-ঘাটে
কর্মহীনতায় পুড়ে জলে খাটে খুটে মানুষ
মুট বয়ে জুটে অন্ন জুটে
জুটে মুট মুটে কিছু জুটে
জুটে মুট মুটে কিছু জুটে।
জলে-স্থলে জল জীবন, জলে ভিজে হয় জল্লুশ
হুঁশ নেই ভুশ নেই জীবন জুড়াবে কিসে
জল আর জীবন হায়-রে
জন বারকি, জন বারকি
চড়কির মতো করে ছুটে
দুঃখ টুটে গিয়ে
জলে বয়ে বয়ে
বিরাট কিছু ঘটে
বারকি বিরাট হয়ে আসে।
বাই বারকি। বহে বারকি
জন চলে যায় আড়ালে
জন বারকি, জন বারকি
জলে গলে ডাকি ডাকি রে
হায়েনাদের আহারে
বারকি পাহাড়ে
ফিরে না ফিরে না জলে
জল তল জল তল
জলে অতল মহা-জীবন।
জন বারকি, ডাকি ডাকি
জলমানুষে হাহাকার
ব্রিটিশ বীরত্বে দেখো বারকি নৌকোয়
বাংলার অহংকার
জলবাংলার বল বারকি বয়ে বয়ে চলে
চলে চলে-দেখো চলে জন বারকির কথা বলে।
জন বারকি জন বারকি
জলে জল্লুশ মহা-জীবন
জলতল্লাটে শ্রমে-ঘামে ফুটে ওঠে
বারকি নামের এক ফুল
ফুল ফুল জলফুল
বারকি নামের এক ফুল
বারকি নামের এক ফুল।
- কৃপার শাস্ত্রের অর্থভেদ: বাঙলা ভাষার প্রথম বই
- জীবনানন্দ দাশের কবিতা: বৃক্ষ-পুষ্প-গুল্ম-লতা (শেষ পর্ব)
- জীবনানন্দ দাশের কবিতার পাখিরা
- দুঃখের নাগর কবি হেলাল হাফিজ
- সমরেশ মজুমদার এবং ২টি কবিতা
- মাকে নিয়ে লিখা বিখ্যাত পঞ্চকবির কবিতা
- হ্যারিসন রোডের আলো আঁধারি
- সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৯ দিনব্যাপী অমর একুশের অনুষ্ঠানমালা
- পিকলু প্রিয়’র ‘কবিতা যোনি’
- গল্পে গল্পে মহাকাশ
মেজোমামা খুব বোকা