হেলাল আহমেদ, আই নিউজ
পদার্থ বিজ্ঞানে নোবেল পুরষ্কার পেলেন যারা
২০২৩ সালে পদার্থবিজ্ঞানে নোবেল জেতা তিন বিজ্ঞানী।
নোবেল পুরষ্কার ২০২৩ এর আসরে পদার্থ বিজ্ঞান বিভাগে নোবেল বিজয়ী বিজ্ঞানীদের নাম ঘোষণা করা হয়েছে। এ বছর পদার্থে নোবেল পেয়েছেন মার্কিন বিজ্ঞানী পিয়ের আগোস্তিনি, হাঙ্গেরীয় বিজ্ঞানী ফেরেন্স ক্রাউজ ও ফরাসি বিজ্ঞানী অ্যান লিয়ের।
গতকাল মঙ্গলবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার দিকে সুইডেনের রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি পদার্থের নোবেল বিজয়ী হিসেবে এই তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করে।
২০২৩ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল জিতেছেন দুই জন। তারা হলেন, কাতালিন কারিকো ও ড্রু ওয়েইজম্যান। নোবেল পুরস্কারের ওয়েবসাইটে জানানো হয়, নিউক্লিওসাইড বেজ মডিফিকেশন সংক্রান্ত আবিষ্কারের জন্য চিকিৎসায় ২০২৩ সালের নোবেল পুরস্কার দেয়া হয়েছে।
তাদের এ আবিষ্কারের ওপর ভর করে করোনাভাইরাস প্রতিরোধে কার্যকর এমআরএনএ টিকা উদ্ভাবন করা হয়।
নোবেল পুরষ্কার ২০২৩ বিজয়ীদের তালিকা ধীরে ধীরে প্রকাশ হচ্ছে। ধারাবাহিকভাবে অন্য বিভাগেও বিজয়ীদের নাম প্রকাশ করবে নোবেল কতৃপক্ষ। প্রতিবছর অক্টোবর মাস আসলেই নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে আসছে নোবেল কতৃপক্ষ। আগামী শুক্রবার জানা যাবে এবারের নোবেল বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা।
তবে বিজয়ী ব্যক্তিরা এখনি নোবেল পুরষ্কার পাচ্ছেন না। কারণ, নোবেল বিজয়ীদের হাতে নোবেল পুরষ্কার তুলে দেয়া হবে আলফ্রেড নোবেলের জন্মদিন ২১ অক্টোবর।
আই নিউজ/এইচএ
- কৃপার শাস্ত্রের অর্থভেদ: বাঙলা ভাষার প্রথম বই
- জীবনানন্দ দাশের কবিতা: বৃক্ষ-পুষ্প-গুল্ম-লতা (শেষ পর্ব)
- জীবনানন্দ দাশের কবিতার পাখিরা
- দুঃখের নাগর কবি হেলাল হাফিজ
- সমরেশ মজুমদার এবং ২টি কবিতা
- সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৯ দিনব্যাপী অমর একুশের অনুষ্ঠানমালা
- মাকে নিয়ে লিখা বিখ্যাত পঞ্চকবির কবিতা
- হ্যারিসন রোডের আলো আঁধারি
- পিকলু প্রিয়’র ‘কবিতা যোনি’
- গল্পে গল্পে মহাকাশ
মেজোমামা খুব বোকা