নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:২৩, ১২ নভেম্বর ২০২৩
স্মারকগ্রন্থ `একজন করুণাময় রায়’
স্মারকগ্রন্থ `একজন করুণাময় রায়’ মোড়ক উন্মোচন।
মৌলভীবাজারের বরেণ্য শিক্ষাবিদ করুণাময় রায়কে বেরিয়েছে স্মারকগ্রন্থ `একজন করুণাময় রায়’। সম্পাদনা করেছেন সত্যব্রত দাস স্বপন ও শাহাদাৎ হোসাইন। এতে করুণাময় রায়ের বর্ণাঢ্য জীবন নিয়ে লিখেছেন তাঁর ছাত্র ও পরিবারের সদস্যরা।
গত ১ নভেম্বর এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ, সংস্কৃতিজনসহ সমাজের বিভিন্ন পর্যায়ের লোকজন এবং করুণাময় রায়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রফেসর সৈয়দ ফজলুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবাশীষ দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সালমা বেগম।
অনুষ্ঠানের সূচনাতে স্মারকগ্রন্থ সম্পাদক সত্যব্রত দাস স্বপনের লিখিত বক্তব্য পাঠ করে শোনান সুখেন কর্মকার। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক করুণাময় রায়ের কন্যা কাবেরী রায় তন্দ্রা ও এডভোকেট মলয় ভূষণ রায়।
অতিথিদের মধ্য থেকে বক্তব্য রাখেন- নির্ঝর মৌলভীবাজারের সাংগঠনিক সম্পাদক মান্নান আহমদ, এডভোকেট পিযুস কান্তি সেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রমাকান্ত দাশগুপ্ত, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আব্দুল মতিন, অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান, বিএনএসবি মৌলভীবাজারের সাধারণ সম্পাদক সৈয়দ মোশাহিদ আহমদ চুন্নু, সাপ্তাহিক মুক্তকথা সম্পাদক এডভোকেট হারুনুর রশিদ, ডা. এম এ আহাদ, এডভোকেট শান্তি পদ ঘোষ, নুরজাহান সূয়ারা, এডভোকেট মুজিবুর রহমান মুজিব, অপূর্ব কান্তি ধর প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিলো সংগীতানুষ্ঠান। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্মারকগ্রন্থ সম্পাদক শাহাদাৎ হোসাইন।
‘একজন করুনাময় রায়’ গ্রন্থে যারা লিখেছেন :
একজন করুনাময় রায়, প্রফেসর সৈয়দ ফজলুল্লাহ
In honor of Professor K M Roy , Professor MA Raqib
অধ্যাপক করুনাময় রায় স্মরণ: হৃদয় মাঝে বীণা বাজে, অপূর্ব কান্তি ধর
আদর্শ শিক্ষাবিদ-শ্রদ্ধেয় শিক্ষাগুরু প্রয়াত প্রফেসর করুনাময় রায়-থ্রি
জেনারেশনস টিচার স্মরণ: শ্রদ্ধাঞ্জলি, এডভোকেট মুজিবুর রহমান মুজিব
একজন করুনাময়, সুনির্মল কুমার দেব মীন
Mr. Karunamoy Roy (Prof. K. M. Roy), Arun Kumar Das
স্মৃতির পাতায় অধ্যাপক করুনাময় রায়, সৈয়দ মুজিবুর রহমান
বাবু করুনাময় রায়: তুমি রবে নিরবে সবার হৃদয়ে, নুরজাহান সুয়ারা
আমার শিক্ষক আমার বাতিঘর, হারুনূর রশীদ
একজন অতিপ্রিয় ও পরম শ্রদ্ধেয় মানুষ, অজয় বিশ্বাস
অধ্যক্ষ করুনাময় রায়: আমাদের সত্যকাকা স্মৃতিচারণের প্রয়াস, ডা. সুধেন্দু বিকাশ দাশ
আমাদের কাকাবাবু “সত্য” থেকে “অধ্যাপক করুনাময় রায়”, এডভোকেট সুধাময় রায় স্বপন
অধ্যাপক করুনাময় রায়: মহামানবের গুণাবলী সম্পন্ন এক মহীরূহ, বনমালী ভৌমিক
আমার স্মৃতিতে শ্রদ্ধেয় করুনাময় রায় স্যার, আব্দুল্লাহ চৌধুরী
মৌলভীবাজারে আমার চাকরি জীবন ও একজন করুনাময় রায়, অধ্যাপক নিখিল চন্দ্র রায়
অধ্যাপক করুনাময় রায়: শ্রদ্ধাঞ্জলি, রায়হান আহমদ
মধুর তোমার শেষ নাহি যে পাই, কৃষ্ণেন্দু রায়
কাকা,সমীরণ দাশ
A highly Nurturing, Competent and Empathetic Guru Who is always in my heart and never be forgotten, Mouludul Islam
Sculptor of Men-Sri Karunamoy Roy, Syed Moshiur Rahman
একজন সার্বজনীন শিক্ষক, কেশব দত্ত
ক্ষণজন্মা, নীপু কোরেশী
সম্মানী লোক; হাড় শক্ত, মাধব রায়
আমার পরম শ্রদ্ধেয় শ্বশুর মহাশয়, অপরাজিতা রায়
এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, চিরঞ্জীব সরকার
নির্ঝর ও অধ্যাপক করুনাময় রায়, অধ্যাপক শাহ্ গিয়াস উদ্দিন
এক খানি সুদূরের মুখ জ্বলে থাকে চেতনার নীলে-, মাহবুবুল আলম রুহেল
শ্রদ্ধাঞ্জলি: অধ্যাপক করুনাময় রায়, শর্মিষ্ঠা দে
আমাদের শিক্ষক প্রফেসর বাবু করুনাময় রায়, স্বর্ণকান্তি দাস চৌধুরী সুজয়
করুনাময় স্যার, বিনেন্দু ভৌমিক
কাকাবাবুর মোক্ষলাভ, আলোময় রায় (ভানু)
আমার প্রিয় ছোটদাদু, সত্তম রায়
আমার দাদু: বাবু করুনাময় রায়, কৃতিময় রায়
আমার বাবা অধ্যাপক করুনাময় রায়, কাবেরী রায় তন্দ্রা
অধ্যাপক করুণাময় রায়ের জীবন ও কর্ম
অধ্যাপক করুণাময় রায় ১৯৩৫ সালের ৬ জুন মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ঘড়ুয়া গ্রামের সাহাজী বাড়িতে জন্ম গ্রহণ করেন; বাবা সূর্য কুমার রায় ও মা সারদা বালা রায়ের ছয় সন্তানের মধ্যে সর্বকনিষ্ট তিনি, তাঁর ডাক নাম সত্য । অধ্যাপক করুণাময় রায়ের শিক্ষাজীবন শুরু হয় ঘড়ুয়া উত্তর পাড়ায় পন্ডিত বাড়ী বলে খ্যাত বাড়ীতে, শ্রদ্ধেয় নরেশ পন্ডিতের কাছে। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিকুলেশন, উচ্চ মাধ্যমিক সিলেট এম.সি কলেজ, স্নাতক করেন হবিগঞ্জ বৃন্দাবন কলেজে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব কমার্স ডিগ্রি অর্জন করেন।
অধ্যাপক করুণাময় রায় হবিগঞ্জ সদর উপজেলার মাছুলিয়ার জমিদার বাড়ীর বংশধর স্বর্গীয় হীরেন্দ্র লাল দাস চৌধুরীর একমাত্র কন্যা গীতশ্রী চৌধুরী সাথে ১৯৬৬ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন । দুই পুত্র-কন্যা কল্যাণময় রায় গৌতম ও কাবেরী রায় তন্দ্রা; উল্লেখ্য যে, ২০১৫ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পুত্র কল্যাণময় রায় গৌতমের অকাল প্রয়াণ হয়; প্রয়াত কল্যাণময় রায় গৌতমের একমাত্র পুত্র সন্তান কৃতিময় রায় অংকুর, সে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর Pharmacy বিভাগের শিক্ষার্থী। পুত্রবধু অপরাজিতা রায়; শিক্ষিকা, শাহ হেলাল উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার। কন্যা কাবেরী রায়, অস্ট্রেলিয়া প্রবাসী । তার একমাত্র মেয়ে পরিধি কর্মকার জয়ী, সে Flinders University, Adelaide, Australia থেকে সাইকোলজি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছে। জামাতা সুখেন কর্মকার, অস্ট্রেলিয়া প্রবাসী ।
অধ্যাপক করুণাময় রায় ১৯৬৩ সালে মৌলভীবাজার কলেজে যোগদান করেন এবং মৌলভীবাজার সরকারি কলেজ থেকেই ১৯৯২ সালে অবসর গ্রহণ করেন। অধ্যাপক করুণাময় রায় ২০১৭ সালের ২৪ জানুয়ারি তাঁর পূর্ব গীর্জাপাড়াস্থ নিজ বাসভবণ 'করুণালয়'-এ শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
- কৃপার শাস্ত্রের অর্থভেদ: বাঙলা ভাষার প্রথম বই
- জীবনানন্দ দাশের কবিতা: বৃক্ষ-পুষ্প-গুল্ম-লতা (শেষ পর্ব)
- জীবনানন্দ দাশের কবিতার পাখিরা
- দুঃখের নাগর কবি হেলাল হাফিজ
- সমরেশ মজুমদার এবং ২টি কবিতা
- সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৯ দিনব্যাপী অমর একুশের অনুষ্ঠানমালা
- মাকে নিয়ে লিখা বিখ্যাত পঞ্চকবির কবিতা
- হ্যারিসন রোডের আলো আঁধারি
- পিকলু প্রিয়’র ‘কবিতা যোনি’
- গল্পে গল্পে মহাকাশ
মেজোমামা খুব বোকা