আই নিউজ ডেস্ক
বাংলা একাডেমির আয়োজনে
ভাষাসৈনিক কবি মাহবুব উল আলম চৌধুরীর জন্মবার্ষিকীতে আলোচনা সভা
ভাষাসৈনিক কবি মাহবুব উল আলম চৌধুরীর জন্মবার্ষিকীতে আলোচনা অনুষ্ঠান।
বিশিষ্ট কবি, সাংবাদিক ও ভাষাসৈনিক মাহবুব উল আলম চৌধুরীর ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলা একাডেমির আয়োজনে এক আলোচনা অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
আজ মঙ্গলবার (৭ নভেম্বর)সকাল ১১টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলা একাডেমি। বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে একক বক্তা হিসেবে বক্তৃতা প্রদান করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব লেখক-গবেষক গোলাম কুদ্দুছ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব জনাব শারাবান তাহুরা। সূচনা বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।
ধন্যবাদ জ্ঞাপন করবেন একাডেমির সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. হাসান কবীর এবং সঞ্চালনায় ছিলেন একাডেমির পরিচালক আবৃত্তিজন ড. শাহাদাৎ হোসেন নিপু।
আই নিউজ/এইচএ
- কৃপার শাস্ত্রের অর্থভেদ: বাঙলা ভাষার প্রথম বই
- জীবনানন্দ দাশের কবিতা: বৃক্ষ-পুষ্প-গুল্ম-লতা (শেষ পর্ব)
- জীবনানন্দ দাশের কবিতার পাখিরা
- দুঃখের নাগর কবি হেলাল হাফিজ
- সমরেশ মজুমদার এবং ২টি কবিতা
- মাকে নিয়ে লিখা বিখ্যাত পঞ্চকবির কবিতা
- হ্যারিসন রোডের আলো আঁধারি
- সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৯ দিনব্যাপী অমর একুশের অনুষ্ঠানমালা
- পিকলু প্রিয়’র ‘কবিতা যোনি’
- গল্পে গল্পে মহাকাশ
মেজোমামা খুব বোকা