জাহাঙ্গীর জয়েস
আপডেট: ১৪:৫২, ২৩ নভেম্বর ২০২৩
জাহাঙ্গীর জয়েসের ৪টি কবিতা
অনুক্ত
আমরা তো সেই সব শিশুর কথা বলি না
যে ভাগাড়ে ভাগাড়ে ঘুরে,
যে ফুল বিক্রি করে,
যে স্কুলে যেতে পারে না,
যে কারো বাড়িতে কাজ করে, ইট ভাঙে, লগি মারে,
যে বন্দী থাকে জিঞ্জিরে, যে ফ্লাইওভারের নিচে শুয়ে থাকে,
যাকে পাশবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে—
যেভাবে রাজকুমারীর অনাগত শিশুর জন্যে উচ্ছ্বাসে ভেসে যাই।
অনূভুতি
সোনার ফসল ভেসে গেলেও আরেকজনের
আনন্দ আমি যেখানে আহত হই।
আমি যেখানে গরীব শিশুর মতো আপ্লুত হই;
সেখানে তাদের বড় আহতবোধ।
তর্জমা
মেঘ উড়ে যাচ্ছে
তার ভেতর ঝাপসা চাঁদ
ওরা প্রাণপণ বৈঠা মারছে
জলে ছায়া ভেঙ্গে ভেঙ্গে পড়ছে
পাহাড় থেকে পাথরের মতো প্রবল বেগে নেমে আসছে বুনো বৃষ্টি!
রোদ
গাছের পায়ে পায়ে রোদ এসে
ঘুমিয়ে পড়ে সাদা বিড়ালের মতো
নরম, নিঃশব্দ।
- কবি- জাহাঙ্গীর জয়েস
- কৃপার শাস্ত্রের অর্থভেদ: বাঙলা ভাষার প্রথম বই
- জীবনানন্দ দাশের কবিতা: বৃক্ষ-পুষ্প-গুল্ম-লতা (শেষ পর্ব)
- জীবনানন্দ দাশের কবিতার পাখিরা
- দুঃখের নাগর কবি হেলাল হাফিজ
- সমরেশ মজুমদার এবং ২টি কবিতা
- সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৯ দিনব্যাপী অমর একুশের অনুষ্ঠানমালা
- মাকে নিয়ে লিখা বিখ্যাত পঞ্চকবির কবিতা
- হ্যারিসন রোডের আলো আঁধারি
- পিকলু প্রিয়’র ‘কবিতা যোনি’
- গল্পে গল্পে মহাকাশ
মেজোমামা খুব বোকা