মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে মনোমুগ্ধকর ‘গণজাগরণের যন্ত্রসঙ্গীত উৎসব’
গণজাগরণের যন্ত্রসঙ্গীত উৎসবে যন্ত্র বাজিয়ে শোনাচ্ছেন শিল্পীরা। ছবী- আই নিউজ
শীতের হিমেল সন্ধ্যা। মৌলভীবাজার শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে শুরু হয় ‘গণজাগরণের যন্ত্রসঙ্গীত উৎসব’। শুরুতে বিশাল মিলনায়তনে উপস্থিত হন মাত্র ৯২ জন দর্শক। উদ্বোধনী পর্ব শেষে শুরু হয় যন্ত্রসঙ্গীত। যন্ত্রের মুর্ছনা ভার্চুয়ালি ছড়িয়ে পড়ে পুরো শহরজুড়ে। বাড়তে থাকে দর্শকসংখ্যাও। একটা পর্যায়ে পুরো মিলনায়তনের সারিতে সারিতে দেখা যায় মোহাবিষ্ট দর্শকদের চুপিচুপি আসন গাড়তে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) মৌলভীবাজারে অনুষ্ঠিত হয় ‘গণজাগরণের যন্ত্রসঙ্গীত উৎসব’। জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এতে ১০জন গুণী শিল্পী বাঁশি, দোতারা, বেহালা, গিটারসহ ঐতিহ্যবাহী এবং আধুনিক যন্ত্রসঙ্গীত পরিবেশন করেন। ঘন্টাব্যাপী এই আয়োজন উপস্থিত দর্শকদের মধ্যে মুগ্ধতা ছড়ায়।
বিকেল সাড়ে ৫টায় ভাচুয়ালি উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি। মৌলভীবাজার প্রান্তে সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান। স্বাগত বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী কমিটির সদস্য গৌছউদ্দিন নিক্সন ও কালচারাল অফিসার জ্যোতি সিনহা।
মূল পর্বে ১০ জন যন্ত্রশিল্পী পরিবেশন করেন বাঁশি, দোতারা, বেহালা, মৃদঙ্গ, তবলা, হারমোনিয়াম, কি-বোর্ড, গীটার, প্যাড ও ঢোল।
এসময় বংশীবাদক সজল বিশ্বাস তাঁর বাঁশির সুরে রাধারমন দত্তের জনপ্রিয় গান জলে যাইও না গো রাই বাজিয়ে শোনান। বেহালা বাদক শাহ উস্তার উদ্দীন আহমেদ বাজিয়ে শোনান ভাব সঙ্গীতের আকুল করা সুর তিন পাগলে হইলো মেলা নদে। দোতরায় আবহমান বাংলার চিরচেনা সুরে কিছু সময় মুখিরত রাখেন সুজয় চৌধুরীও। এভাবে প্রত্যেক শিল্পী পালা করে একেকটি যন্ত্রে একেক সুরের মূর্ছনায় ভরিয়ে তোলছিলেন গোটা অডিটোরিয়াম প্রাঙ্গণ।
বাঁশিতে সুর তোলে সজল বিশ্বাস, দোতারায় সুজয় চৌধুরী, বেহালায় শাহ উস্তার উদ্দীন আহমেদ, মৃদঙ্গে ওস্তাদ বাবুচান সিংহ, তবলায় ওস্তাদ রামগোপাল দাশ, হারমোনিয়ামে গোপন চক্রবর্তী, কীবোর্ডে প্রীতম দত্ত সজীব, গীটারে নিউটন দেব, প্যাডে হিমেল দেবনাথ ও ঢোলে আপন দে।
আই নিউজ/এইচএ
- কৃপার শাস্ত্রের অর্থভেদ: বাঙলা ভাষার প্রথম বই
- জীবনানন্দ দাশের কবিতা: বৃক্ষ-পুষ্প-গুল্ম-লতা (শেষ পর্ব)
- জীবনানন্দ দাশের কবিতার পাখিরা
- দুঃখের নাগর কবি হেলাল হাফিজ
- সমরেশ মজুমদার এবং ২টি কবিতা
- মাকে নিয়ে লিখা বিখ্যাত পঞ্চকবির কবিতা
- হ্যারিসন রোডের আলো আঁধারি
- সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৯ দিনব্যাপী অমর একুশের অনুষ্ঠানমালা
- পিকলু প্রিয়’র ‘কবিতা যোনি’
- গল্পে গল্পে মহাকাশ
মেজোমামা খুব বোকা