রাজু দত্ত, কমলগঞ্জ (মৌলভীবাজার)
মাইকেলের জন্মবার্ষিকীতে কহে বীরাঙ্গনার বিশেষ প্রদর্শনী
মণিপুরি থিয়েটারের নটমণ্ডপে কহে বীরাঙ্গনা মঞ্চ নাটকের বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
আজ ২৫ জানুয়ারি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের দুইশো তম জন্মবার্ষিকী। মহাকবি মাইকেলের দুইশো তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল শুক্রবার (২৬ জানুয়ারি) বিকাল ৫টায় কমলগঞ্জের ঘোড়ামারায় মণিপুরি থিয়েটারের নটমণ্ডপে কহে বীরাঙ্গনা মঞ্চ নাটকের বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য অবলম্বনে নাটকটির নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। এতে একক অভিনয় করেছেন জ্যোতি সিনহা।
এছাড়াও সঙ্গীতে শর্মিলা সিনহা, বাদ্যে বিধান সিংহ, মুদ্রাশিল্পী হিসেবে আছেন স্বর্ণালী, শ্যামলী, আশা, মনীষা, মিতালী, ভাগ্যলক্ষ্মী প্রমুখ।
শকুন্তলা, দ্রৌপদী, দুঃশলা, জনা - এই চার নারী চরিত্রের লেখা পত্রকাব্যের মধ্য দিয়ে নাটকটিতে নারীর প্রেম-বিরহ-বঞ্চনা-ঈর্ষা-ক্ষমাপরায়নতা ও দ্রোহের বহুমাত্রিক রূপকে প্রকাশ করা হয়েছে।
প্রদর্শনীর আগে মাইকেলের সাহিত্য বিষয়ে বক্তৃতা করবেন কথাশিল্পী প্রশান্ত মৃধা। নাটকের আগে বেলা ৩টায় মাইকেলের কবিতা নিয়ে শিশু-কিশোরদের আবৃত্তি প্রতিযোগিতা থাকবে।
আই নিউজ/এইচএ
- কৃপার শাস্ত্রের অর্থভেদ: বাঙলা ভাষার প্রথম বই
- জীবনানন্দ দাশের কবিতা: বৃক্ষ-পুষ্প-গুল্ম-লতা (শেষ পর্ব)
- জীবনানন্দ দাশের কবিতার পাখিরা
- দুঃখের নাগর কবি হেলাল হাফিজ
- সমরেশ মজুমদার এবং ২টি কবিতা
- সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৯ দিনব্যাপী অমর একুশের অনুষ্ঠানমালা
- মাকে নিয়ে লিখা বিখ্যাত পঞ্চকবির কবিতা
- হ্যারিসন রোডের আলো আঁধারি
- পিকলু প্রিয়’র ‘কবিতা যোনি’
- গল্পে গল্পে মহাকাশ
মেজোমামা খুব বোকা