Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৯, ২৮ জানুয়ারি ২০২৪

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ফিরিয়ে দিলেন জাকির তালুকদার

দশ বছর পর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ফিরিয়ে দিলেন জাকির তালুকদার।

দশ বছর পর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ফিরিয়ে দিলেন জাকির তালুকদার।

২০১৪ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছিলেন কথাসাহিত্যিক জাকির তালুকদার। কিন্তু, দশ বছর পর সেই বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ফিরিয়ে দিলেন জাকির তালুকদার। ঠিক কী কারণে এই পুরস্কার জাকির তালুকদার ফিরিয়ে দিয়েছেন তা এখনো জানান নি। 

আজ রোববার (২৮ জানুয়ারি) এ কথাসাহিত্যিক নিজের ভেরিফাইয়েড ফেসবুকে এক পোস্টে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ফিরিয়ে দেওয়া তথ্য নিশ্চিত করেন। ওই পোস্টে তিনি পুরস্কার ফেরত দেওয়ার আবেদন ফর্ম এবং একটি এক লক্ষ টাকার চেকের ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘পাঠিয়ে দিলাম। খুব ভারমুক্ত লাগছে।’

এ বিষয়ে কথাসাহিত্যিক জাকির তালুকদার গণমাধ্যমকে বলেন, আমি বাংলা একাডেমি পুরস্কার ফেরত দিয়েছি। এই মর্মে আমি একটা চিঠি নাটোর থেকে পোস্ট করেছি। তা এক-দুই দিনের মধ্যেই বাংলা একাডেমি মহাপরিচালক পেয়ে যাবেন।

এ বিষয়ে এখনো পর্যন্ত বাংলা একাডেমি থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। জাকির তালুকদার ২০১৪ সালে বাংলা একাডেমি থেকে এ পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

জাকির তালুকদার বেড়ে উঠেছেন নাটোরে। তিনি চিকিৎসাবিজ্ঞানে স্নাতক এবং স্বাস্থ্য-অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি একজন চিকিৎসক। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের চিকিৎসা ও গবেষণা বিভাগে কাজ করছেন।তার উপন্যাসের মধ্যে রয়েছে কুরসিনামা, বহিরাগত, মুসলমানমঙ্গল, পিতৃগণ, কবি ও কামিনী, মৃত্যুগন্ধী।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়