Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৯, ১৭ ফেব্রুয়ারি ২০২৪

সুনামগঞ্জে

আমেরিকা প্রবাসী লেখকের বই ``ভাটির বীরাঙ্গনা`` বইয়ের মোড়ক উম্মোচন

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব‍্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব‍্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।

সুনামগঞ্জে আমেরিকা প্রবাসী সাংবাদিক  লেখক ও মুক্তিযুদ্ধের গবেষক অ্যাডভোকেট রনেন্দ্র তালুকদার পিংকু রচিত মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে ''ভাটির বীরাঙ্গনা'' গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ‍্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই গ্রন্থের মোড়ক উন্মোচন হয়। ডেইলি সুনামগঞ্জ ডট কম ও জলকন‍্যা সাহিত‍্য পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব‍্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ  পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আসাদ উল্লাহ সরকার, দৈনিক সুনামকণ্ঠ'র সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়, কবি ও লেখক সুখেন্দু সেন, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পংকজ দে, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ‍্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক খলিল রহমান।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেইলি সুনামগঞ্জ ডট কমের ভারপ্রাপ্ত সম্পাদক রওনক আহমদ বখত।

পৌর কাউন্সিলর সামিনা চৌধুরী মনির পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব‍্য রাখেন জলকন‍্যা সাহিত‍্য পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমান, জেলা পরিষদ সদস‍্য সেলিনা আবেদীন, সংগীত শিল্পী তুলিকা ঘোষ চৌধুরী, ব‍্যাংক কর্মকর্তা আশরাফ হোসেন লিটন, বিধান বনিক।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়