আই নিউজ ডেস্ক
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে `মৈএী কবিতা উৎসব`
ছবি- আই নিউজ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্ব কবিমঞ্চ এবং ইন্দিরা গান্ধি কালচার সেন্টার, ভারতীয় হাই কমিশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো 'মৈএী কবিতা উৎসব' আলোচনা সভা, কবিতা পাঠ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।
গত ২৬ ফেব্রুয়ারি ইন্দিরা গান্ধি কালচার সেন্টার, ভারতীয় হাই কমিশন ধানমণ্ডি-তে এই উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ডিভিশন প্রধান ইন্টারভেনশনাল হেপাটোলজিডিভিশন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যাললয়ের অধ্যাপক ড. মামুন আল মাহতাব স্বপ্লীন। প্রধান অতিথির হিসবে ছিলেন ইন্দিরা গান্ধি কালচার সেন্টার, ভারতীয় হাই কমিশনের পরিচালক মৃন্ময় চক্রবর্তী।
এতে মূখ্য আলোচক ছিলেন অধ্যাপক বরুণজ্যোতি চৌধুরী। অধ্যাপক বাংলা বিভাগ, আসাম বিশ্ববিদ্যালয়। এ ছাড়াও, সম্মানিত অতিথি ছিলেন বাংলা ভাষার বিশিষ্ট কবি নাসির আহমেদ, অধ্যাপক রনজিত সিংহ আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক প্রাপ্ত। আমন্ত্রিত অথিতি হিসেবে ছিলেন কবি ও বাচিক শিল্পী নদী রায় এবং জয়া মুস্তাফী রায়।
উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। সঙ্গীত পরিবেশন করেন প্রীতিলতা সম্পা। কবিদের কবিতা পাঠে ছিলেন কবি নাসির আহমেদ, লিলি শেঠ, জুয়েল বড়ুয়া, কৃষ্ণকান্ত বিশ্বাস, ড. নাঈমা খানম, দীপক মন্ডল, মাহবুবুর রহমান, অমলেন্দু বিশ্বাস, প্রাবন্তী জামান, চন্দ্রশেখর দেব, অদিতি রায়, অমিতা মজুমদার, প্রিয়াংকা রায়, রিমি কবিতা সমুন কুমার দাশগু্প্ত। আবৃত্তি শিল্পী ছিলেন লায়লা আফরোজ, খালেদ হাসান মুন, নার্গিস সুলতানা।
অনুষ্ঠানে কবিতায় বিশ্ব কবিমঞ্চের মাতৃভাষা সন্মাননা লাভ করেন ভারতের শিলচর থেকে আগত অধ্যাপক বরুন জ্যোতি চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসি কবি হাফসা ইসলাম, লিলি শেঠ, ঢাকা।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত ড. অনুপম পাল, রাজীয়া মুন্নী ও প্রীতিলতা সম্পা। উৎসবে লেখক মহিয়ান সিনহা ভিরাজ শৌর্য- এর উপন্যাস আধিরা গ্রন্হের মোড়ক উন্মোচন করেন দুই বাংলার লেখকতস। পরে বিশ্ব কবিমঞ্চের আহবায়ক পুলক কান্তি ধর সভাপতির বক্তব্য রাখেন। সবশেষে মৃন্ময় চক্রবর্তীর বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী রূপালী বড়ুয়া।
আই নিউজ/এইচএ
- কৃপার শাস্ত্রের অর্থভেদ: বাঙলা ভাষার প্রথম বই
- জীবনানন্দ দাশের কবিতা: বৃক্ষ-পুষ্প-গুল্ম-লতা (শেষ পর্ব)
- জীবনানন্দ দাশের কবিতার পাখিরা
- দুঃখের নাগর কবি হেলাল হাফিজ
- সমরেশ মজুমদার এবং ২টি কবিতা
- সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৯ দিনব্যাপী অমর একুশের অনুষ্ঠানমালা
- মাকে নিয়ে লিখা বিখ্যাত পঞ্চকবির কবিতা
- পিকলু প্রিয়’র ‘কবিতা যোনি’
- হ্যারিসন রোডের আলো আঁধারি
- গল্পে গল্পে মহাকাশ
মেজোমামা খুব বোকা