নিজস্ব প্রতিবেদক
‘তোমার যৌবন আর একুশের চেতনা সমার্থক’ কবিতা গ্রন্থের মোড়ক উন্মোচন
অনুষ্ঠানে বইয়ের মোড়ক উন্মোচনের আয়োজন করা হয়। ছবি- আই নিউজ
মৌলভীবাজার পাবলিক লাইব্রেরিতে কবি খছরু চৌধুরীর লেখা ‘তোমার যৌবন আর একুশের চেতনা সমার্থক’ কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৯ মার্চ) শনিবার সকাল ১১টায় সাংবাদিক মোস্তাক চৌধুরীর সভাপতিত্বে ও কবি মুজাহিদ আহমদের সঞ্চালনায় অনাড়ম্বর এক অনুষ্ঠানে বইয়ের মোড়ক উন্মোচনের আয়োজন করা হয়।
মোড়ক উন্মোচনে জেলার কবি-সাহিত্যিকদের উপস্থিতিতে উন্মোচিত কবিতা গ্রন্থের মুখ্য আলোচনা করেন বিশিষ্ট ছড়াকার আব্দুল হামিদ মাহবুব। এ ছাড়াও আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা শাহেদ বখত ময়নু, সৈয়দ মুহিবুল আমীন, অপূর্ব কান্তি ধর, এডভোকেট রমা কান্ত দাশ গুপ্ত, অধ্যক্ষ মোঃ ইকবাল, অধ্যক্ষ রজত কান্তি গোস্বামী, মহিদুর রহমান, পুলক কান্তি ধর প্রমুখ।
আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, কবিতা সাহিত্যের এমন এক নান্দনিক শাখা যেখানে যাপিত জীবনের বাস্তবতায় প্রেম দ্রোহ ও জীবন সংগ্রামের নানা দিকগুলো ফুটে ওঠে। কবি তাঁর কল্পনা শক্তি ব্যবহার করে শব্দ চয়ন করেন। কবিতা তখনই সার্থক কবিতা হয় যখন এটি সমাজের বাস্তবতায় সময়ের প্রয়োজন নিখুঁত শৈলীতে উপস্থাপিত হয়। এ কারণে কবিতাকে শিল্পের মর্যাদা দিতে হয়। যিনি কবি তিনি শিল্পী। যিনি কবি তিনি সমাজকে সচেতন করে জাগিয়ে তোলার পথপ্রদর্শকও। কবিতায় জীবনের আনন্দ, দুঃখ, বেদনা ও কবি-কল্পনার সবকিছুই থাকে। খছরু চৌধুরী তাঁর কবিতায় সমাজের নানা অসঙ্গতি তুলে ধরার চেষ্টা করেছেন। তাঁর কবিতায় প্রেম-দ্রোহ ও সমাজের প্রতি দায়বদ্ধতার সুস্পষ্টতা রয়েছে। এক কালের ছাত্র নেতার সমাজ বদলের আকাংখা মিশেছে এসে কবিতায়। তাঁর কবিতার বহুল প্রচার আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক দুলাল ভট্টাচার্য, জেলা টেক্স বার সভাপতি বদরুল হোসেন, কবি সৌমিত্র দেব টিটু , অধ্যক্ষ তোফায়েল আহমদ, এডভোকেট মনিরুল ইসলাম টিটু, এহসানা চৌধুরী চায়না, লেখিকা তাসনিমা বেগম, নির্বেন্দু নির্ধুত প্রমুখ।
আই নিউজ/এইচএ
- কৃপার শাস্ত্রের অর্থভেদ: বাঙলা ভাষার প্রথম বই
- জীবনানন্দ দাশের কবিতা: বৃক্ষ-পুষ্প-গুল্ম-লতা (শেষ পর্ব)
- জীবনানন্দ দাশের কবিতার পাখিরা
- দুঃখের নাগর কবি হেলাল হাফিজ
- সমরেশ মজুমদার এবং ২টি কবিতা
- সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৯ দিনব্যাপী অমর একুশের অনুষ্ঠানমালা
- মাকে নিয়ে লিখা বিখ্যাত পঞ্চকবির কবিতা
- হ্যারিসন রোডের আলো আঁধারি
- পিকলু প্রিয়’র ‘কবিতা যোনি’
- গল্পে গল্পে মহাকাশ
মেজোমামা খুব বোকা