আই নিউজ প্রতিবেদক
আপডেট: ১৯:৪৬, ১৩ জুন ২০২৪
বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন
ছবি- আই নিউজ
বিশ্ব কবিমঞ্চের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১২ জুন) বিকেলে বিশ্ব সাহিত্য কেন্দ্রে কবি পুলক কান্তি ধরের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক নিরঞ্জন অধিকারী।
এছাড়াও, এতে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, ড. গোলাম সরোয়ার, কবি ও অধ্যাপক সালেহা আকতার কবি মঈন খানসহ ভারত থেকে এসেছিলেন সঙ্গীতশিল্পী সোমঋতা মল্লিক।
অনুষ্ঠানের এক পর্যায়ে নজরুল সঙ্গীত পরিবেশন করেন সোমঋতা মল্লিক, রবীন্দ্র সঙ্গীতশিল্পী ড. অনুপম পাল।
আবৃত্তিশিল্পী রুপালী বড়ুয়ার সঞ্চালনায় আলোচকরা তাদের বক্তব্যে বলেন, আমাদের জাতীয় জীবনে যে কোন সংকটে নজরুলের কাছে আমাদের ফিরে আসতে হবে। তিনি মানবতার কবি, সাম্যের কবি, প্রেম ভালোবাসার কবি এবং অসাম্প্রদায়িক চেতনার কবি। যুগে যুগে নজরুল বাঙালির কাছে চির নমস্য।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বিশেষ অতিথিদের সম্মাননা ও উত্তরীয় প্রদান করা হয়। অনুষ্ঠানের উদ্বোধক নজরুল প্রেমী বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল অনুষ্ঠানে দেরি করে উপস্থিত হলেও; পরে তিনিও বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে কবিকণ্ঠে কবিতা পাঠ করেন কবি নাহার আহমদ, কৃষ্ণ কান্ত বিশ্বাস, অমিতা মজুমদার, লিলি হক, লিলি শেঠ, মাহবুবা ফারুক মো. মাহবুবুর রহমান, গোলাম কিবরিয়া, রকি গৌড়ি শহিদুল ইসলাম জয়।
অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্ব কবিমঞ্চ কবি কাজী নজরুল সম্মননা ২০২৪ তিনজন গুণীজনকে প্রদান করা হয়। তারা হলেন- গবেষণায় অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল (ঢাকা) নজরুল গবেষণায় সোমঋতা মল্লিক, (কলকাতা) প্রবাসে প্রবন্ধ সাহিত্যে ড. আজিজুল আম্বিয়া (যুক্তরাজ্য)। তিনি যুক্তরাজ্য থাকায় তার পক্ষে সম্মাননা গ্রহণ করেন রুমানা খানম।
আই নিউজ/এইচএ
- কৃপার শাস্ত্রের অর্থভেদ: বাঙলা ভাষার প্রথম বই
- জীবনানন্দ দাশের কবিতা: বৃক্ষ-পুষ্প-গুল্ম-লতা (শেষ পর্ব)
- জীবনানন্দ দাশের কবিতার পাখিরা
- দুঃখের নাগর কবি হেলাল হাফিজ
- সমরেশ মজুমদার এবং ২টি কবিতা
- মাকে নিয়ে লিখা বিখ্যাত পঞ্চকবির কবিতা
- হ্যারিসন রোডের আলো আঁধারি
- সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৯ দিনব্যাপী অমর একুশের অনুষ্ঠানমালা
- পিকলু প্রিয়’র ‘কবিতা যোনি’
- গল্পে গল্পে মহাকাশ
মেজোমামা খুব বোকা