Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫,   বৈশাখ ২ ১৪৩২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৪, ২৪ জানুয়ারি ২০২৫

নাটক ও নাট্যসাহিত্যে

বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হলেন কমলগঞ্জের শুভাশিস সিনহা

শুভাশিস সিনহা

শুভাশিস সিনহা

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪ এ ভূষিত হয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জের শুভাশিস সিনহা (সমীর)। নাটক ও নাট্যসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে। তিনি মণিপুরি থিয়েটারের কর্ণধার, নাট্যকার ও নির্দেশক ও মণিপুরি ললিতকলা একাডেমির নাট্য প্রশিক্ষক।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়েছে। 

পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন কবিতায় মাসুদ খান, কথাসাহিত্যে সেলিম মোরশেদ, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধগদ্যে সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হাননান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ। 

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রস্তাবক কমিটির প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটির সিদ্ধান্তে একাডেমির নির্বাহী পরিষদ তা অনুমোদন করে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় অধ্যাপক বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

অমর একুশে বইমেলা-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪ প্রাপ্তদের হাতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেবেন।

উল্লেখ্য, শুভাশিস সিনহা ১৯৭৮ সালের ২৯ জানুয়ারি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ঘোড়ামারা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা লালমোহন সিংহ, মাতা ফাজাতম্বী সিনহা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে স্নাতকোত্তর করেছেন। নিজ গ্রামে স্বপ্রতিষ্ঠিত মণিপুরি থিয়েটার ও লেখালেখি নিয়ে তৎপর আছেন। তিনি হওয়া না-হওয়ার গান কাব্যগ্রন্থের জন্য এইচএসবিসি-কালি ও কলম তরুণ লেখক পুরস্কার এবং কুলিমানুর ঘুম উপন্যাসের জন্য ব্র্যাক-ব্যাংক সমকাল সাহিত্য পুরস্কার (হুমায়ূন আহমেদ পুরস্কার) লাভ করেছেন। নাট্যক্ষেত্রে অবদানের জন্য পেয়েছেন জাকারিয়া স্মৃতিপদক, তনুশ্রী পদক, আবদুল জব্বার খান স্মৃতিপদক ও জীবনসংকেত সম্মাননা। মণিপুরি সাহিত্যে অবদানের জন্য ভারতের আসাম থেকে দিলীপ সিংহ স্মৃতি সাহিত্য পুরস্কার এবং মণিপুরি নাট্যকলায় বাংলাদেশের পৌরি প্রবর্তিত গীতিস্বামী অ্যাওয়ার্ড অর্জন করেছেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়