শ্রীমঙ্গল প্রতিনিধি
সিলেটে প্রথম আবৃত্তি উৎসব
শ্রীমঙ্গলে আবৃত্তি উৎসবে কবিতার মিলন মেলায় পরিপূর্ণ
![আবৃত্তি প্রতিযোগিতার তিন বিভাগের যৌথ বিজয়ীসহ ৩৮ জনকে পুরস্কৃত করা হয়। ছবি: আই নিউজ আবৃত্তি প্রতিযোগিতার তিন বিভাগের যৌথ বিজয়ীসহ ৩৮ জনকে পুরস্কৃত করা হয়। ছবি: আই নিউজ](https://www.eyenews.news/media/imgAll/2024July/Lumii_20250208_223943811-2502082250.jpg)
আবৃত্তি প্রতিযোগিতার তিন বিভাগের যৌথ বিজয়ীসহ ৩৮ জনকে পুরস্কৃত করা হয়। ছবি: আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘শ্রীমঙ্গল আবৃত্তি সংসদ’ এর আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় ২য় বারের মতো অনুষ্ঠিত হয়েছে আবৃত্তি উৎসব। এর আগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সমূহে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের যেকোন কবিতা থেকে আবৃত্তি প্রতিযোগিতার মধ্য দিয়ে উৎসবের প্রতিযোগিতা শুরু হয়।
শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) বিকালে শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত আবৃত্তি উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল আবৃত্তি উৎসব এর আহবায়ক দেবাশীষ দাশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন, প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, প্রাঙ্গণ গ্রুপের প্রধান পুলক সূত্রধর। এর আগে সকালে আবৃত্তি উৎসবের শুভ উদ্বোধন করেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর এ. বি. এম মোখলেছুর রহমান।
শ্রীমঙ্গল আবৃত্তি সংসদ এর উচ্চারণশিল্পী রাজশ্রী দেব দিয়া, মৃন্ময়ী ভট্টাচার্য, অন্বেষা রায়, অপরাজিতা বর্ধন, সুপর্না নন্দী মজুমদার, চিন্ময়ী ভট্টাচার্য, দেবলীনা দাশ, আনিকা হোসেন, জাবের হোসেন, সৈকত ভট্টাচার্য এর পরিবেশনায় ২য় প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুর এর দেবতার গ্রাস এবং আদৃতা দ্রুতি দত্ত, অত্রি দেব, দেবাশ্রিতা ভট্টাচার্য, পামতৈ দেববর্মা, দেবস্মিতা দাশ, রাজশ্রী হালদার, সৃজা দত্ত, ফাতিহা কামাল, তনুশ্রী দত্ত, আদিলা হোসেন, আদিবা হোসেন, মধুপর্না দত্ত, স্পর্শিয়া বৈদ্য, অরণ্য দে ধ্রুব, প্রিয়ন্ত দেবনাথ, আদৃক কপালী এর পরিবেশনায় ১ম প্রযোজনা সত্যেন্দ্রনাথ দত্ত এর দুরের পাল্লা পরিবেশন করা হয়।
এছাড়া ও শৌর্য্যদীপ্ত অত্রি এর সঞ্চালনায় মা কে নিয়ে একটি পর্ব, দেবাশীষ দাশ ও রাজশ্রী দেব দিয়া এর কথোপকথন এ অভীক দেব ও অন্যান্যদের পরিবেশনায় অনুরাগ পর্ব এবং শৌর্য্যদীপ্ত অত্রি ও অন্যান্যদের পরিবেশনায় মুক্তপর্ব এই ৫ পর্বে কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়।
জানা যায়, গত ৭ জানুয়ারি থেকে শুরু হয়ে ১২ দিনে ১৬ টি ভেন্যুতে ৪৬ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ শতাধিক প্রতিযোগীদের মধ্যে প্রাথমিক বাছাইয়ে পরবর্তী ২৭২ জন চুড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নির্বাচন করা হয়। এর মধ্যে ২৫০ জন চুড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং বিচারকদের রায়ে ক, খ, গ তিন বিভাগের প্রতি বিভাগের প্রথম ১০ জন করে যৌথ বিজয়ীসহ মোট ৩৮ জনকে পুরস্কৃত করা হয়। এই ৩৮ জনের মধ্যে থেকে একজন উৎসব বিজয়ী নির্ধারন করে তাকে ও পুরস্কৃত করা হয়।
এছাড়া এই প্রথম শ্রীমঙ্গল এ জনবাছাই ভোটে ফেসবুক লাইভ এবং সকল অংশগ্রহণকারী প্রতিযোগীর ভোট তুমিই প্রতিযোগী তুমিই বিচারক এর মাধ্যমে জনবাছাই এ নির্বাচিত প্রতি বিভাগের প্রথম তিন জন মোট ৯ জনকে পুরস্কৃত করা হয়। বিজয়ীদেরকে ক্রেস্ট, সার্টিফিকেট, বই, প্রাইজবন্ড, উত্তরীয় প্রদান করা হয়।
উৎসবের অন্যতম সংগঠক, আবৃত্তিকার দেবাশীষ দাশ জানান, ‘সিলেট বিভাগে এই প্রথম আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হলো। শ্রীমঙ্গলের পাঁচশতাধিক শিশু-কিশোর আবৃত্তিকার থেকে বাছাই করে ২৭২ জন শিশু-কিশোর অংশ নেন দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত শ্রীমঙ্গল আবৃত্তি উৎসবের চূড়ান্ত প্রতিযোগিতায়।’
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. ইসলাম উদ্দিন প্রত্যাশা করে বলেন, ‘যে কবিতা ভালোবাসে সে দেশপ্রেমিক হবে, যে কবিতা ভালোবাসে, সে সুনাগরিক হবে, সে দেশের মুখ উজ্জ্বল করবে। শুদ্ধ উচ্চারণে তৈরি হবে শুদ্ধ নাগরিক। এই শিশুরাই আমাদের মুখ উজ্জ্বল করবে।’
আই নিউজ/আরএ
- কৃপার শাস্ত্রের অর্থভেদ: বাঙলা ভাষার প্রথম বই
- জীবনানন্দ দাশের কবিতা: বৃক্ষ-পুষ্প-গুল্ম-লতা (শেষ পর্ব)
- জীবনানন্দ দাশের কবিতার পাখিরা
- দুঃখের নাগর কবি হেলাল হাফিজ
- সমরেশ মজুমদার এবং ২টি কবিতা
- সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৯ দিনব্যাপী অমর একুশের অনুষ্ঠানমালা
- পিকলু প্রিয়’র ‘কবিতা যোনি’
- মাকে নিয়ে লিখা বিখ্যাত পঞ্চকবির কবিতা
- হ্যারিসন রোডের আলো আঁধারি
- গল্পে গল্পে মহাকাশ
মেজোমামা খুব বোকা