Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

প্রকাশিত: ০৮:০৪, ৩ জুন ২০১৯
আপডেট: ০৮:০৪, ৩ জুন ২০১৯

পাখির ধাক্কায় বাংলাদেশ বিমানের জরুরী অবতরণ

আইনিউজ ডেস্ক:  বার্ড হিট বা পাখির সঙ্গে ধাক্কা লাগার কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরী অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ড্যাশ-এইট উড়োজাহাজ। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিমান কর্তৃপক্ষ বলছে,সোমবার সকাল ৮টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করে বিমানের ফ্লাইট বিজি ওয়ান ফোর থ্রি থ্রি। ফ্লাইটটি টেক অফের পর পাইলট বার্ড হিটের বিষয়টি লক্ষ্য করেন। পরে গন্তব্যে না গিয়ে ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই জরুরি অবতরণ করে। পরে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর তা পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে উড়াল দেয়। এ সময় কিছু সময়ের জন্য শাহজালাল বিমানবন্দরের রানওয়ে বন্ধ রাখা হয়।
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়