নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় দুই বাসের সংঘর্ষ, তিনজন নিহত
![](https://www.eyenews.news/media/imgAll/2021April/bogura-accident-eyenews-2207151722.jpg)
বগুড়ার শেরপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন। শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগাবটতলা এলাকায় এই দুঘর্টনা ঘটে।
তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, নওগাঁ থেকে নওগা পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাওয়ার পথে ঘোগাবটতলা এলাকায় পৌঁছায়। এসময় বিপরীত দিক থেকে আসা আঁখি পরিবহন নামে আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নারী ও একজন পুরুষ নিহত হয়। এছাড়া আহত হয় আরো ১০জন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে একজনের মৃত্যু হয়।
শেরপুর ফায়ার সার্ভিস সাব-অফিসার সিদ্দিকুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ও নিহতদের উদ্ধার করা হয়েছে। নিহতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শেরপুর হাইওয়ে থানার ইনচার্জ বানিউল আনাম জানান, লাশ দুটো থানায় আছে। এখনও নিহতদের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় পাওয়ার পর আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার শিকার বাস দুটো উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।
ছিলিমপুর ও মেডিকেল ফাড়ির ইনচার্জ বেলাল হোসেন জানান, শেরপুরের দু্র্ঘটনায় আহতদের মধ্যে একজন মারা গেছেন। তার লাশ মর্গে রাখা হয়েছে। এখনও পরিচয় পাওয়া যায়নি। এছাড়া হাসপাতালে আরও সাতজন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। তাদের অবস্থা গুরুতর।
আইনিউজ/এসডি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের