আইনিউজ ডেস্ক
ভুয়া রিপোর্ট প্রতারণা
আলোচিত ডা. সাবরিনাসহ ৮ জনের মামলার রায় আজ
![২০২০ সালে প্রতারণায় দায়ে গ্রেফতার করা হয় জেকেজি হাসপাতালের চেয়ারম্যান ডা. সাবরিনাকে ২০২০ সালে প্রতারণায় দায়ে গ্রেফতার করা হয় জেকেজি হাসপাতালের চেয়ারম্যান ডা. সাবরিনাকে](https://www.eyenews.news/media/imgAll/2021April/dr-sabrina-jkg-hospital-court-eyenews-2207191031.jpg)
২০২০ সালে প্রতারণায় দায়ে গ্রেফতার করা হয় জেকেজি হাসপাতালের চেয়ারম্যান ডা. সাবরিনাকে
২০২০ সালে করোনা প্রাদুর্ভাবের সময় করোনা নমুনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দিয়ে প্রতারণা করে আটক হয়েছিলেন জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী। প্রতারণার মামলায় ডা. সাবরিনা চৌধুরীসহ আট আসামির বিরুদ্ধে দায়েরকৃত মামলার রায় মঙ্গলবার (১৯ জুলাই) ঘোষণা করা হবে। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত মামলাটির রায় ঘোষণা করবেন বলে জানা গেছে।
এর আগে, গত ২৯ জুন মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে রায়ের জন্য এ দিন ধার্য করেন আদালত। মামলার যুক্তি উপস্থাপনে আসামিদের সর্বোচ্চ শাস্তি ২১ বছর ৬ মাস সাজা দাবি করেন রাষ্ট্রপক্ষ। অপরদিকে আসামিদের নির্দোষ দাবি করে খালাস চান আসামীপক্ষের আইনজীবীরা।
মামলার বাকি আসামিরা হলেন- আবু সাঈদ চৌধুরী, হুমায়ূন কবির হিমু, তানজিলা পাটোয়ারী, বিপ্লব দাস, শফিকুল ইসলাম রোমিও ও জেবুন্নেসা।
২০২০ সালের ২৩ জুন করোনার ভুয়া সনদ দেয়া, জালিয়াতি ও প্রতারণার অভিযোগে আরিফুল চৌধুরীসহ ছয়জনকে ও পরবর্তীতে স্ত্রী সাবরিনাসহ দুজনকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ। এরপর তেঁজগাও থানায় তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়। এজাহারে বলা হয়, আসামিরা ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় করোনা শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করেই জেকেজি হেলথকেয়ার ২৭ হাজার মানুষকে রিপোর্ট দেয় যার অধিকাংশ ভুয়া।
এ অভিযোগে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়। ২০২০ সালের ২০ আগস্ট সাবরিনাসহ আট আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু করেন আদালত। আসামিদের বিরুদ্ধে ৪০ জন সাক্ষীর মধ্যে ২৬ জন সাক্ষ্য দিয়েছেন।
- নামাজের সময় ছাড়া মসজিদের এসি না চালানোর অনুরোধ
- সুনামগঞ্জে ভেলায় ভাসলো মায়ের লাশ, লিখে দিলেন ‘শুকনো জায়গায় মাকে কবর দিও’
আইনিউজ/এইচএ
আইনিউজ ভিডিও
নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন সিলেটবাসী
মৌলভীবাজারে বন্যা, জলমগ্ন টিবি হাসপাতাল রোড
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের