আন্তর্জাতিক ডেস্ক
ব্রিটিশ প্রধানমন্ত্রী হবার দৌড়ে এগিয়ে ভারতীয় বংশোদ্ভূত ঋষি
![চতুর্থ দফার নির্বাচনেও সর্বোচ্চ ভোট পেয়েছেন এই ভারতীয় বংশোদ্ভূত চতুর্থ দফার নির্বাচনেও সর্বোচ্চ ভোট পেয়েছেন এই ভারতীয় বংশোদ্ভূত](https://www.eyenews.news/media/imgAll/2021April/rishi-sunak-britain-perlament-president-choosen-eyenews-2207201235.jpg)
চতুর্থ দফার নির্বাচনেও সর্বোচ্চ ভোট পেয়েছেন এই ভারতীয় বংশোদ্ভূত
ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের পদত্যাগের পর কনজারভেটিভ পার্টির নতুন প্রধানমন্ত্রী বাছাইয়ের তোরজোড় চলছে। বরিস জনসনের উত্তরসূরী কে হবেন সেই প্রক্রিয়াই শুরু করেছে ক্ষমতাসীন দলটি। আর প্রধানমন্ত্রী হবার এ দৌড়ে অন্যদের চেয়ে এগিয়ে আছেন ভারতীয় বংশোদ্ভূত সাবেক ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাক। চতুর্থ দফার নির্বাচনেও সর্বোচ্চ ভোট পেয়েছেন এই ভারতীয় বংশোদ্ভূত।
জনসনের পদত্যাগ ঘোষণার পর তার উত্তরসূরী হতে দলটির ১২ নেতা প্রতিযোগিতা শুরু করেন। চতুর্থ ধাপের নির্বাচন শেষে প্রতিযোগিতায় এখন টিকে আছেন কেবল তিন জন। বিদ্রোহী প্রার্থী কেমি বাডেনোচ চতুর্থ দফার ভোটাভুটিতে এসে বাদ পড়েছেন। ১২ জুলাই থেকে শুরু হওয়া নেতা নির্বাচনের এই প্রক্রিয়া ৫ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা রয়েছে।
কনজারভেটিভ পার্টি থেকে পার্লামেন্টে যত সদস্য আছেন তার এক তৃতীয়াংশ সমর্থন পেলে দলটির প্রার্থী চূড়ান্ত হবে। এ পর্যন্ত ১১৮ জন পর্যন্ত পার্লামেন্ট সদস্যের সমর্থন পেয়েছেন ঋষি সুনাক। প্রধানমন্ত্রী পদের জন্য চূড়ান্ত প্রার্থী হতে হলে সুনাকের দরকার আর মাত্র ২ ভোট।
এর আগের দফায় ভোটে দলের ১১৫ জন পার্লামেন্ট সদস্যের ভোট পেয়েছিলেন সুনাক। এবার সেই ভোট আরও বাড়ল। চতুর্থ দফার ভোটে দ্বিতীয় সর্বোচ্চ ৯২টি ভোট পেয়েছেন বাণিজ্যমন্ত্রী পেনি মরডুয়ান্ট। পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস পেয়েছেন ৮৬টি ভোট। তবে শেষ পর্যন্ত বাদ পড়া বিদ্রোহী প্রার্থী কেমি বাডেনোচের ভোট লিজ ট্রাসের ঝুলিতে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এমনটি হলে ঋষি সুনাক ও লিজ ট্রাসের মধ্যে কাউকে চূড়ান্ত প্রার্থী হিসেবে বেছে নিতে পারে কনজারভেটিভ পার্টি।
- ‘সরকারি কর্মকর্তাদের স্যুট-কোট না পরার নির্দেশ’
- হবিগঞ্জে ছেলেকে বাঁচাতে গিয়ে পিকআপচাপায় বাবা-ছেলের মৃত্যু
- হজে গিয়ে মারা গেছেন ২৩ জন, ফিরলেন ১২ হাজার ৩০৬ জন হাজি
আইনিউজ/এইচএ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
মৌলভীবাজারে কেমন চলছে রেলওয়ে সেবা, মিলছে কী টিকেট?
লাউয়াছড়ার ভেতর দিয়ে ট্রেন, যেভাবে উপভোগ করে পর্যটকরা
সড়কের দু`পাশে ফুটেছে আগুন রাঙ্গা ফুল | নতুন দর্শনীয় স্থান | Beautiful places | Flowers || Eye News
রাস্তায় অবৈধভাবে সিএনজি-কার-মোটরসাইকেল পার্কিং করলেই আইনগত ব্যবস্থা | Moulvibazar | Eye News
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের