আইনিউজ ডেস্ক
পদ্মার পর মারা গেলো সেতুও, বেঁচে রইলো শুধু স্বপ্ন
শুধু বেঁচে রয়েছে সেতু নামের বাচ্চাটি
পদ্মা সেতুর উদ্বোধনকে যমজ হওয়া তিন বাচ্চার নাম মা রেখেছিলেন স্বপ্ন, পদ্মা আর সেতু। সোশ্যাল মাধ্যমে এই তিন বাচ্চা বেশ আলোচনা-সমালোচনারও জন্ম দেয়। কিন্তু পদ্মা সেতু উদ্বোধনের কিছুদিন পরেই মৃত্যু হয় পদ্মা নামের শিশুটির। এবার পদ্মার পর মারা গেলো ৬ দিন বয়সী সেতুও। শুধু বেঁচে রয়েছে সেতু নামের বাচ্চাটি।
রোববার (২৫ জুলাই) রাত সোয়া ৯টায় বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের টেগরা গ্রামে নিজ বাসায় সেতুর মৃত্যু হয়। এর আগে শনিবার সন্ধ্যায় বাসায় মারা যায় তার যমজ বোন পদ্মা।
এ তথ্য নিশ্চিত করেছেন মৃত শিশুর বাবা জাহিদুল ইসলাম।
তিনি বলেন, শনিবার সন্ধ্যায় শিশু পদ্মা মারা যায়। তাই রবিবার দুপুরে বিরামপুরের চিকিৎসক জাকিরুলের কাছে শিশু স্বপ্ন ও সেতুকে নিয়ে যাই। সেখানে চিকিৎসক ৫ দিনের ওষুধ দেন এবং সরকারি হাসপাতালে বাচ্চাগুলোকে আধা ঘণ্টা অক্সিজেন দিতে বলেন। পরে হাসপাতালে নিয়ে গিয়ে বাচ্চাগুলোকে অক্সিজেন দিয়ে স্ত্রীকেসহ বাড়িতে পাঠিয়ে আমি কাজে চলে যাই। পরে রাতে বাড়িতে এসে খাওয়া-দাওয়া করে বাড়ি থেকে বের হই। রাত সোয়া ৯টায় আমার শাশুড়ি আমাকে ফোন দিয়ে জানান সেতু মারা গেছে।
তিনি আরও বলেন, সোমবার সকালে পদ্মার পাশেই সেতুর দাফন করা হবে। রাতে চিকিৎসকের সাথে যোগাযোগ করেছি, তিনি আমাকে স্বপ্নকে ঠিকমতো ওষুধ খাওয়াতে বলেছেন। যদি বেশি সমস্যা হয় তাহলে রংপুর নিয়ে যেতে বলেছেন। আমি আল্লাহকে বলেছি- পদ্মা ও সেতুকে কেড়ে নিলে, স্বপ্নকে যেন আমাদের কাছ থেকে না কাড়েন।
বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার বলেন, আমি বিষয়টি শুনেছি। আমি ওই শিশুগুলোর জন্য কিছু আর্থিক সাহায্য করেছি। ২টি শিশু মারা গেছে, আরেকজন বেঁচে আছে। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর ও অথবা দিনাজপুর নিয়ে যেতে বলেছি। প্রয়োজন হলে তাদের আরও আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।
চলতি মাসের ১৮ জুলাই দিনাজপুরের বিরামপুর ইমার উদ্দিন কমিউনিটি ক্লিনিকে একসাথে ৩ কন্যা সন্তানের জন্ম দেন সাধিনা বেগম।
তাদের নাম রাখা হয় স্বপ্ন, পদ্মা ও সেতু। জন্মের পর পরই চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতালে চিকিৎসার পর সুস্থভাবে তিন সন্তান ও তাদের মা বাড়িতে ফিরে যান। গত দুই দিনে মারা গেল দুই সন্তান।
- মিয়ানমারে চার গণতন্ত্রকর্মীর মৃত্যুদণ্ড কার্যকর করলো সামরিক সরকার
- অর্ধ বছরে পানিতে ডুবে ৬৫০ জনের মৃত্যু
- প্রেম করে পালিয়ে বিয়ের পরদিন পানিতে ডুবে যুবকের মৃত্যু
আইনিউজ/এইচএ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
৪০ লক্ষ টাকায় বিক্রি হলো একটি মাছ, রাতরাতি ধনী জেলে
দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের