আইনিউজ ডেস্ক
৯৫ টাকা কেজি দরে চিনি দিচ্ছে দেশবন্ধু, সিটি ও মেঘনা
![চিনি চিনি](https://www.eyenews.news/media/imgAll/2021April/চিনি-চিনির-দাম-চিনির-বাজারদর-eyenews-2210271049.jpg)
চিনি
চিনির বর্তমান অস্থির বাজার নিয়ে সারাদেশে ক্রেতাদের মাঝেও অস্থির অবস্থা বিরাজ করছে। এমন সময় একটু ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে চিনির মূল্য স্থিতিশীল করার লক্ষ্যে সরকারি বিপনন সংস্থা টিসিবির পাশাপাশি বুধবার (২৬ অক্টোবর) থেকে রাজধানীর জনবহুল ও গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় ৯৫ টাকা দরে চিনি বিক্রি শুরু করেছেচিনি উৎপাদন ও রিফাইনারি প্রতিষ্ঠান দেশবন্ধু, সিটি ও মেঘনা গ্রুপ।
এসব শিল্পগ্রুপের পক্ষ থেকে রাজধানীর মতিঝিল, জিরোপয়েন্ট, সচিবালয়, নিউমার্কেট, আজিমপুর ও কারওয়ানবাজারসহ আরও কয়েকটি এলাকায় ট্রাকে চিনি বিক্রি করতে দেখা গেছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অনুরোধের প্রেক্ষিতে তারা খুচরা পর্যায়ে চিনি বিক্রি শুরু করেছে।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘মিল থেকে খুচরা পর্যায়ে চিনি পৌঁছাতে কয়েক দফা হাত বদল হয়। এতে অনেক সময় দামে কারসাজি হওয়ার আশঙ্কা থেকে যায়। সেকারণে এসব শিল্পগ্রুপকে সরাসরি ট্রাকে চিনি বিক্রির অনুরোধ করেছি। তারা আজ থেকে চিনি বিক্রি শুরু করলো।’
তিনি জানান, চিনির বিক্রয় কার্যক্রম দেখতে তিনি রাজধানীর কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন। সেখানে সাধারণ মানুষকে চিনি কিনতে দেখেছেন। বাজার স্থিতিশীল হওয়ার আগ পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে, গত সোমবার থেকে টিসিবি ৫৫ টাকা কেজি দরে সারাদেশে চিনি বিক্রি করছে। উল্লেখ্য, চিনির বাজার স্থিতিশীল করার লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গত সোমবার বাজার সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করে। সেখানে মিলমালিকদের প্রতিনিধিরা আশ্বাস দেন, তারা দ্রুত বাজারে চিনির সরবরাহ বাড়বে। তাতে চিনির বাজারের অস্থিরতা কেটে যাবে। এরই অংশ হিসেবে আজ থেকে দেশবন্ধু, সিটি ও মেঘনা গ্রুপ ট্রাকে চিনি বিক্রি শুরু করলো।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের