আইনিউজ ডেস্ক
দেশের শতাধিক উপজেলা-পৌরসভা-ইউপিতে চলছে ভোটগ্রহণ
![বাংলাদেশ নির্বাচন কমিশন বাংলাদেশ নির্বাচন কমিশন](https://www.eyenews.news/media/imgAll/2021April/shotadhik-upojela-pOUrsova-iupite-coloche-nirbacon-eyenews-2211021141.jpg)
বাংলাদেশ নির্বাচন কমিশন
আজ ২ নভেম্বর দেশের সাতটি উপজেলা, পাঁচটি পৌরসভাসহ স্থানীয় সরকারের শতাধিক নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ বুধবার সকাল ৮টা থেকে ইভিএম ব্যবহারের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকাল চারটা পর্যন্ত।
গতকাল মঙ্গলবার (১ নভেম্বর) কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাধারণ ও উপনির্বাচনগুলোতেও ইভিএম ব্যবহার করা হবে।
যে চার পৌরসভায় সাধারণ নির্বাচন বা মেয়রসহ সব পদে নির্বাচন হবে সেগুলো হল চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ফটিকছড়ি, জামালপুরের হাজরাবাড়ী উপজেলার হাজরাবাড়ী, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পার্বতীপুর ও সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ পৌরসভা। রাজশাহীর দুর্গাপুর পৌরসভায় মেয়র পদে উপনির্বাচন হবে।
যে সাতটি উপজেলার মধ্যে তিন উপজেলায় সাধারণ নির্বাচন হবে এগুলো হচ্ছে- চট্টগ্রামের কর্ণফুলী, সুনামগঞ্জের জগন্নাথপুর ও সিলেটের ওসমানীনগর। এ ছাড়া নেত্রকোনা সদর উপজেলা, কুড়িগ্রামের রৌমারী ও চিলমারী এবং কুষ্টিয়ার খোকসা উপজেলায় চেয়ারম্যানের শূন্যপদে উপনির্বাচন হবে।
ইউনিয়ন পরিষদগুলোর মধ্যে ২০টিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে একটিতে হবে চেয়ারম্যান পদে মৃত্যুজনিত কারণে স্থগিত নির্বাচন। ১১টিতে হবে চেয়ারম্যানের শূন্যপদে উপনির্বাচন।
এছাড়া ৫৮টি ইউনিয়ন পরিষদে সাধারণ এবং নারীদের জন্য সংরক্ষিত ওয়ার্ডের সদস্যদের শূন্যপদে নির্বাচন হবে। নির্বাচন নিয়ন্ত্রণের জন্য ইসি উচ্চ পর্যায়ের মনিটরিং সেল গঠন করেছে। ভোটের দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করে ইসিকে অবহিত করবে এই সেল।
সেল গঠনের চিঠি এরই মধ্যে সংশ্লিষ্ট সবাইকে পাঠানো হয়েছে বলে ইসি নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন।
যেসব ইউপিতে ভোট- জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ও তুলসীগঙ্গা; কুষ্টিয়া সদরের জিয়ারথী ও কাঞ্চনপুর, মিরপুরের চিথলিয়া ও ধুবইল; জামালপুর উপজেলার মেলান্দহের আদ্রা ও ফুলকোচা; ঢাকার দোহার উপজেলার রাইপাড়া, মাহমুদপুর ও সুতারপাড়া; নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ও পাঁচগ্রাম; সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং, গোয়াইনঘাট, পূর্ব জাফলং ও মধ্য জাফলং; ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর এবং কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল।
চেয়ারম্যান পদে উপনির্বাচন হবে লালমনিরহাট সদরের বড়বাড়ী, বগুড়ার শাজাহানপুরের আশেকপুর, যশোর সদরের আরবপুর, বাগেরহাট সদরের রাখালগাছি, মোল্লাহাটের উদয়পুর, খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর, পটুয়াখালীর মির্জাগঞ্জের আমড়াগাছিয়া, টাঙ্গাইলের গোপালপুরের নগদা শিমলা, নেত্রকোনার মদনের নায়েকপুর, মানিকগঞ্জের হরিরামপুরের সুতালড়ী ও মুন্সীগঞ্জের গজারিয়ার হোসেন্দী ইউপিতে।
এদিকে একই দিন ৩৬টি জেলার ৫২টি উপজেলার ৫৮টি ইউনিয়ন পরিষদের মোট ৬০ সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচন উপলক্ষে ৭২ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসি।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের