নিজস্ব প্রতিবেদক
বিএনপি ভণ্ড এবং প্রতারকদের দল : পরশ
![রংপুর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কথা বলছেন দলের চেয়ারম্যান পরশ রংপুর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কথা বলছেন দলের চেয়ারম্যান পরশ](https://www.eyenews.news/media/imgAll/2021April/বিএনপি-ভণ্ড-ও-প্রতারকদের-দল-eyenews-2211051756.jpg)
রংপুর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কথা বলছেন দলের চেয়ারম্যান পরশ
বিএনপি ভণ্ড এবং প্রতারকদের দল উল্লেখ করে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন- ‘এখন যত মিছিল-সমাবেশ করার ইচ্ছে করে নেন। আগামী ১১ নভেম্বর যুবলীগ সুবর্ণজয়ন্তী উদযাপন করবে। ওই দিনের পর দেশের রাজপথ যুবলীগের দখলে থাকবে। তখন দেখা যাবে কত ধানে কত চাল।’
আজ শনিবার (৫ নভেম্বর) দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।
এসময় পরশ বিএনপিকে ভণ্ড ও প্রতারকের দল উল্লেখ করে বলেন, ‘৫ বছর বয়সে বাবাকে হারিয়ে আমি ২১ বছর বিচার চাওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছি। তাদের শাসনামলে আমার অধিকার কই ছিল? আমি মনে করি বিএনপি ভণ্ড এবং প্রতারকদের দল।’
যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘এই দল সভা-সমাবেশের নামে এখন দেশজুড়ে মিথ্যাচার করছে। মানুষকে মিথ্যা কথা বলে ধোকা দেওয়ার চেষ্টা করছে। মানুষের সীমা আছে, কিন্তু বিএনপির ভণ্ডামির কোনো সীমা নেই। তাদের কোনো লজ্জা শরমও নেই।’
পরশের মতে, ‘বিএনপি আমলে আওয়ামী লীগের মিছিলে পুলিশের লাঠিচার্জ ছিল নিত্যদিনের ব্যাপার। যারা ২১ আগস্ট সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে গ্রেনেড চালিয়ে ২৫ নেতাকর্মীকে হত্যা করে, তারা সমাবেশ করার অধিকার চায় কোন মুখে?’
তিনি আরও বলেন, ‘৩ নভেম্বর জেলখানার ভেতরে বিনা বিচারে মোশতাক-জিয়া হত্যাযজ্ঞ চালিয়ে ইনডেমনিটির মতো কালো আইন সৃষ্টি করে, তারা আজ মানবাধিকার লঙ্ঘনের বক্তৃতা দেয়। ভণ্ডামির একটা সীমা আছে, কিন্তু এদের লজ্জা নাই।’
সম্মেলনে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘বিএনপির সমাবেশ হলে পরিবহন ধর্মঘট আওয়ামী লীগ দেয় না। এই ধর্মঘট দেন পরিবহন শ্রমিকরা। কারণ, পরিবহন মালিক ও শ্রমিকরা জানে, বিএনপি অতীতে আন্দোলন-সমাবেশের নামে জ্বালাও পোড়াও করেছে, ভাংচুর করেছে। পেট্রলবোমা নিক্ষেপ করেছে, জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে। এ কারণে পরিবহন মালিক ও শ্রমিকরা বিএনপির হামলা-ভাংচুরের ভয়ে পরিবহন ধর্মঘট দেন।’
রংপুর জেলা যুবলীগের এই ত্রি-বার্ষিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন, শাজাহান খান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, সাবেক সংসদ সদস্য ও কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়াসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের