আইনিউজ ডেস্ক
কুমিল্লায় বিএনপির গণসমাবেশ ২টায়, সকাল থেকেই জনস্রোত
![সমাবেশে বিএনপির নেতাকর্মীদের ভীড়। ছবি- প্রথম আলো সমাবেশে বিএনপির নেতাকর্মীদের ভীড়। ছবি- প্রথম আলো](https://www.eyenews.news/media/imgAll/2021April/কুমিল্লা-গণসমাবেশ-বিএনপি-eyenews-2211261145.jpg)
সমাবেশে বিএনপির নেতাকর্মীদের ভীড়। ছবি- প্রথম আলো
বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তি, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদসহ নানা দাবি নিয়ে আজ কুমিল্লায় অনুষ্ঠিত হচ্ছে বিভাগীয় গণসমাবেশ। আজ (২৬ নভেম্বর) দুপুর ২টা থেকে মূল সমাবেশ শুরুর কথা রয়েছে। তবে শুক্রবার রাত থেকেই বিএনপি নেতাকর্মীদের স্রোতে পরিপূর্ণ টাউন হল মাঠ। অগণিত মানুশ আর সরকারবিরোধী স্লোগানে তারা মুখরিত করে রেখেছে কুমিল্লার ঐতিহাসিক টাউন হল মাঠ।
টাউন হল মাঠ ছাড়াও ঈদগাহ ও আশপাশের সড়কে অবস্থান করছেন নেতাকর্মীরা। টাউন হলের পশ্চিম পাশে কাপড় ও ত্রিপল বিছিয়ে রাত কাটান জেলা ও উপজেলা থেকে আসা কর্মীরা। গানে গানে আর আনন্দ উল্লাসে মাঠে দিন-রাত অতিবাহিত করেছেন হাজার হাজার নেতাকর্মী। সেখানেই তারা খাওয়া-দাওয়া সেরেছেন। প্যাকেটজাত খাবার সরবরাহ করা হয়েছে তাদের জন্য।
এর আগে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনাসহ সাতটি বিভাগীয় গণসমাবেশ করেছে বিএনপি। ঢাকায় আগামী ১০ ডিসেম্বর সমাবেশের আগে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ করবেন তারা।
বিগত সমাবেশগুলোতে নানামুখী বাধা-বিপত্তি, হয়রানি থাকলেও কুমিল্লায় বিএনপির সমাবেশকে ঘিরে এমন ঘটনার খবর পাওয়া যায়নি। কুমিল্লায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো নেতাকর্মী আটকের তথ্য পাওয়া যায়নি। কুমিল্লা জেলা পরিবহনের পক্ষ থেকেও কোনো ধরনের অবরোধ নেই।
কুমিল্লার গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে লক্ষাধিক লোকের সমাগম ঘটবে বলে ধারণা করছেন বিএনপি নেতারা।
অপরদিকে সমাবেশে কেন্দ্রীয় নেতাদের সামনে কুমিল্লা সাংগঠনিক বিভাগের অধীনে বিভিন্ন সংসদীয় আসনের মনোনয়নপ্রত্যাশীরা পৃথক পৃথক শোডাউনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। নিজেদের জনসমর্থন জাহির করতে মাঠের চারপাশে নেতারা দুদিন আগেই ব্যানার-ফেস্টুন টানিয়ে কর্মী-সমর্থকদের দিয়ে জায়গা দখল করে রেখেছেন। হোটেল-মোটেলসহ বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর, জ্যেষ্ঠ নেতাদের ভবন, ফ্ল্যাটেও নেতাকর্মীরা অবস্থান করছেন।
টাউন হল মাঠে সর্বোচ্চ ১৫ হাজার লোকসমাগম করা যাবে। আয়োজকরা জানিয়েছেন, নেতাকর্মীরা নগরীর টাউন হল সংযোগ সড়কগুলোতে অবস্থান করবেন। কুমিল্লা টাউন হল থেকে পুলিশ লাইনস সড়ক, স্টেডিয়াম-ঈদগা সড়ক, রাজগঞ্জ ও টমসম ব্রিজ সড়কে অবস্থান করবেন নেতাকর্মীরা।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- রেসকিউ সেন্টার থেকে ফের লাউয়াছড়ার বুকে গেলো লজ্জাবতি বানরগুলো
- লোকালয়ে রয়েল বেঙ্গল টাইগার, আতঙ্কে গ্রামবাসী
- ঘুমন্ত মানুষের ঘামের গন্ধে আসে এই সাপ, দংশনে নিশ্চিত মৃত্যু
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের