নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের আমলে খালি চুরি আর চুরি : ফখরুল
![ফাইল ছবি ফাইল ছবি](https://www.eyenews.news/media/imgAll/2021April/কুমিল্লায়-বিএনপির-গণসমাবেশ-eyenews-2211261922.jpg)
ফাইল ছবি
কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ শহরের টাউন হল মাঠে আজ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৫ বছরে আওয়ামী লীগ সরকার আমাদের সব অর্জন ধ্বংস করেছে উল্লেখ করে সমাবেশে ফখরুল বলেছেন, আওয়ামী লীগ সব স্বপ্ন নষ্ট করে দিয়েছে। যেদিকে তাকাবেন খালি চুরি আর চুরি। দেশের মানুষ এখন আওয়ামী লীগের বিদায় দেখতে চায়।
আজ (২৬ নভেম্বর) কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে মির্জা ফখরুল বলেন, একটা গান আছে ‘আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না।’ দেশের মানুষ এখন এই গান গাইতে শুরু করেছে।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়, রিজার্ভ চিবিয়ে খেয়েছি নাকি। হ্যাঁ, আপনারা রিজার্ভ চিবিয়ে খেয়েছেন। দেশটাকে ফোকলা করে দিয়েছেন। প্রয়োজনীয় পণ্য আমদানি করা যাচ্ছে না। এই পরিস্থিতি আওয়ামী লীগ তৈরি করেছে।
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, আজ মানুষের কোনো আয় নেই। অথচ আওয়ামী লীগের নেতাকর্মীদের আয় আছে। চাঁদাবাজি, দলীয়করণ করে তারা আয় করছেন। লুটপাট করে দেশের অর্থনীতিকে তারা শূন্য করে ফেলছেন। মানুষের কিছু না হলেও তাদের স্বাস্থ্য বেড়েছে।
বিএনপি মহাসচিব বলেন, তারা (আওয়ামী লীগ) জোর করে দুবার নির্বাচন করেছে। ২০১৪ সালে কেউ ভোট দিতে কেন্দ্রে যায়নি। ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। ২০১৮ সালে তো আগের রাতে ভোট শেষ হয়ে গেছে। তাই শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক ছাড়া কোনো নির্বাচন হবে না। সংসদ ভেঙে দেয়ার আগে কোনো নির্বাচন হবে না। এটা আমাদের পরিস্কার কথা।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজি আমিনুর রশিদ ইয়াসিনের সভাপতিত্বে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু প্রমুখ বক্তব্য রাখেন।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- রেসকিউ সেন্টার থেকে ফের লাউয়াছড়ার বুকে গেলো লজ্জাবতি বানরগুলো
- লোকালয়ে রয়েল বেঙ্গল টাইগার, আতঙ্কে গ্রামবাসী
- ঘুমন্ত মানুষের ঘামের গন্ধে আসে এই সাপ, দংশনে নিশ্চিত মৃত্যু
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের