নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাসের নতুন ধরণ, নতুন আতঙ্ক!
![করোনা ভাইরাসের প্রতীকী ছবি করোনা ভাইরাসের প্রতীকী ছবি](https://www.eyenews.news/media/imgAll/2021April/বিএফ৭কে-করোনা-ভাইরাস-eyenews-2212251844.jpg)
করোনা ভাইরাসের প্রতীকী ছবি
কোভিড-১৯-এর নতুন ধরন বিএফ-৭-কে ‘অত্যন্ত সংক্রামক’ উল্লেখ করে স্থল, নৌ ও বিমানবন্দরে সন্দেহজনক যাত্রীদের হেলথ স্ক্রিনিং জোরদারের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। ভারতে মিলেছে করোনাভাইরাস বিএফ.৭। এই ভাইরাস খুব দ্রুত সংক্রমিত করতে পারে।
আজ রোববার (২৫ ডিসেম্বর) অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখা থেকে সিভিল সার্জন, স্বাস্থ্য কর্মকর্তা, নৌ, স্থল ও বিমানবন্দর বরাবর পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।
এতে বলা হয়েছে, সম্প্রতি চীন ও ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ দেখা দিয়েছে। জেনেটিক সিকোয়েন্স পরীক্ষার মাধ্যমে জানা গেছে, এসব দেশে ওমিক্রন বিএফ-৭ উপধরনের কারণে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। প্রতিবেশী দেশসমূহে সংক্রমণ বাড়লে বাংলাদেশেও সেই সংক্রমণের আশঙ্কা থাকে।
চিঠিতে বলা হয়, ওমিক্রনের নতুন উপধরন বিএফ-৭ অত্যন্ত সংক্রামক। এর সংক্রমণ রুখতে এবং দেশের জনগোষ্ঠীর সুরক্ষার জন্য দেশের নৌ, স্থল ও আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে সতর্কতা জারি এবং স্বাস্থ্যবিধি মানাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
অধিদফতর বলছে, আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে এ ভাইরাস যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে জন্য চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রাজিল ও জার্মানিসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা সন্দেহজনক যাত্রীদের হেলথ স্ক্রিনিং জোরদার করতে হবে। এ অবস্থায় এসব দেশ থেকে আসা সন্দেহজনক যাত্রীদের দেশের স্থল, নৌ এবং বিমানবন্দরের ইমিগ্রেশন ও আইএইচআর হেলথ ডেস্কের সহায়তায় স্বাস্থ্য পরীক্ষা নিবিড়ভাবে পরিচালনার জন্য নির্দেশ দেয়া হলো।
নির্দেশনায় আরও বলা হয়েছে, আপনার জেলার পয়েন্টস অব এন্ট্রিগুলোতে স্থাপিত ডিজিটাল থার্মাল স্ক্যানার ও ইনফ্রা রেড হ্যান্ড হেল্ড থার্মোমিটার কার্যকর রাখতে হবে। নৌ, স্থল ও বিমানবন্দরে আসা সন্দেহজনক যাত্রীদের র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করতে হবে। সেই সঙ্গে রিস্ক কমিউনিকেশন কার্যক্রম জোরদার করার জন্য অনুরোধ করা হলো।
এদিকে দেশে করোনাভাইনাস সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। আক্রান্ত এবং মৃতের সংখ্যা দুই-ই কমেছে। তবে নতুন করে চিনের উর্ধ্বমুখী করোনা গ্রাফ আতঙ্ক ছড়াচ্ছে সারা বিশ্বে। সাম্প্রতিককালে চিনে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন বিএফ৭ শনাক্ত হয়েছে। নতুন এ ধরন শনাক্ত হয়েছে ভারতেও। সেখানে চারজন আক্রান্ত হয়েছেন।
বিএফ৭ -এ আক্রান্ত হবার সাধারণ লক্ষণ
কোভিডের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে কাশি, প্রচণ্ড জ্বর, গলা ব্যথা, বুকে ব্যথা, শ্বাসের সমস্যা। ভাইরাস সংক্রমণের গোড়া থেকেই এই লক্ষণগুলো ফুটে ওঠে রোগীর শরীরে।
অস্বাভাবিক লক্ষণ
কাশি, গলা ব্যথা, জ্বর সাধারণ লক্ষণ হলেও সবসময় এগুলো না-ও দেখা দিতে পারে। অনেক সময় শুধু বমি, মাথা ঘোরার মতো লক্ষণ দেখা দেয়। ঘন ঘন বমি, মাথা ঘোরা ও দুর্বলতা বোধ করার মতো লক্ষণ দেখলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
গায়ে র্যাশ বা ফুসকুড়ি হওয়া কোভিডের আরেকটি অস্বাভাবিক লক্ষণের মধ্যে পড়ে। হঠাৎ করেই গায়ে লাল র্যাশ দেখা দিলে এখন সতর্ক হওয়া উচিত। এছাড়া গায়ে পানিভরা ফুসকুড়িও হতে পারে। এমন লক্ষণ দেখলেই সঙ্গে সঙ্গে দরকারী পরীক্ষা করিয়ে নেওয়া জরুরি।
ভাইরাসের আক্রমণ থেকে কখনো কখনো পরিস্থিতি গুরুতর হতে পারে। চিকিৎসকের কথায়, রোগীর হ্যালুসিনেশন বা অপ্রকৃতিস্থ কথাবার্তা বলার লক্ষণও দেখা দিতে পারে। ভাইরাস স্নায়ুতন্ত্রে প্রভাব ফেললে এমন লক্ষণ দেখা দিতে পারে।
নির্দেশনা...
যাদের ডায়াবেটিস, তাদের এই সময় সতর্ক হওয়া উচিত। ভাইরাসের আক্রমণে হঠাৎই রক্তে শর্করার মাত্রা ওঠানামা করতে পারে। তাই জানা এবং সতর্ক হওয়ার কোনো বিকল্প নেই। পাশাপাশি শুরুর দিকের মতো এখনো ভালো করে হাত ধোয়া ও মাস্ক ব্যবহারের পরামর্শ চিকিৎসকদের।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের