নিজস্ব প্রতিবেদক
অবৈধপথে বিদেশ যেতে মরিয়া রোহিঙ্গারা
কক্সবাজারের রোহিঙ্গা শরনার্থী শিবির। ছবি- সংগৃহীত
বিগত তিন দশক ধরে মায়ানমার সরকারের সহিংস নির্যাতন থেকে ৩,০০,০০০ এর অধিক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে অবস্থান করছে। এ মুহূর্তে কক্সবাজারে সব মিলিয়ে অন্তত ১১ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। তবে অবৈধপথে কক্সবাজার, টেকনাফের ক্যাম্পগুলো থেকে রোহিঙ্গারা বিদেশে যেতে মরিয়া। বিদেশ যাবার ক্ষেত্রে এসব রোহিঙ্গারা দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকাতে ছড়িয়ে পড়ছে।
তাছাড়া, সাগরপথেও অবৈধভাবে বিভিন্ন দেশে মানবপাচারে সক্রিয় শক্তিশালী রোহিঙ্গা চক্র। সেই চক্রের সঙ্গে আঁতাত করে প্রতি মাসে ঘর ছাড়ছে বাংলাদেশে আশ্রয় নেয়া হাজারো রোহিঙ্গা। তিন থেকে চার লাখ টাকার বিনিময়ে রোহিঙ্গাদের নৌকায় তুলে দেন চক্রের সদস্যরা।
উন্নত জীবনের আশ্বাস দিয়ে সমুদ্রপথে রোহিঙ্গাদের মালয়েশিয়া, থাইল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য প্রলুব্ধ করেন রোহিঙ্গা পাচারকারী চক্রের সদস্যরা। তাদের ফাঁদে পা দিলেই তিন থেকে চার লাখ টাকার চুক্তি করতে হয়। এরপর টাকা নিয়ে রোহিঙ্গাদের নৌকায় তুলে দেন তারা। তবে অনেকে প্রতারণার শিকারও হন।
গত ৯ নভেম্বর সাগরপথে মালয়েশিয়া পাড়ি দেওয়ার সময় টেকনাফের মহেষখালীয়া পাড়া থেকে ১১ রোহিঙ্গাকে উদ্ধার করেন এপিবিএন সদস্যরা। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত মানবপাচার চক্রের চার সদস্যকে আটক করা হয়।
এপিবিএন-এর মিডিয়া কর্মকর্তা পুলিশ সুপার মোহাম্মদ জামাল পাশা বলেন, মালয়েশিয়া নেয়ার কথা বলে কুতুপালং ও বালুখালী ক্যাম্পের ১১ রোহিঙ্গাকে মহেষখালীয়া পাড়ার একটি বাড়িতে নিয়ে জড়ো করেন মানবপাচার চক্রের সদস্যরা। সেখানে অভিযান চালিয়ে তাদের উদ্ধার ও চক্রের চার সদস্যকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত রোহিঙ্গাদের স্ব স্ব ক্যাম্পে ও আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম বলেন, টেকনাফ বেল্টকে রুট হিসেবে ব্যবহার করছে মানবপাচার চক্রের সদস্যরা। ঐ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। এরই মধ্যে এ চক্রের বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া কিছু গডফাদারকেও চিহ্নিত করা হয়েছে।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের