নিজস্ব প্রতিবেদক
আজ মুক্তি পাবেন মির্জা ফখরুল-আব্বাস?
![মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস। ফাইল ফটো মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস। ফাইল ফটো](https://www.eyenews.news/media/imgAll/2021April/Mirza-Fakhrul-Mirza-Azam-Eye-News-2301091802.jpg)
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস। ফাইল ফটো
কারাগার থেকে আজ মুক্তি পাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ও মির্জা আব্বাস। এ বিষয়ে কী বলছেন কারা কর্তৃপক্ষ ও আইনজীবীরা।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব। মির্জা আব্বাস দলটির স্থায়ী কমিটির সদস্য।
গত ৭ ডিসেম্বর নয়া পল্টনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পরদিন ৮ ডিসেম্বর গভীর রাতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে তাঁদের বাসা থেকে আটক করে পুলিশ। এরপর থেকে এই দুই নেতা কারান্তরীণ।
এরপর একাধিকবার তাঁদের জামিন নামঞ্জুর হয়। সর্বশেষ ২১ ডিসেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তাঁদের জামিন আবেদন নাকচ হয়। পরে হাইকোর্ট তাঁদের জামিন দেন।
এদিকে কারাগার সূত্রে জানা গেছে, আজ সোমবার (৯ জানুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে মির্জা ফখরুল ও আব্বাসের জামিননামা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে।
উচ্চ আদালত থেকে জামিন পাওয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিননামার কাগজপত্র আজ (সোমবার) বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে ডেপুটি জেলার আবদুস সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান- মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের জামিননামার কাগজপত্র যাচাই-বাছাই করে দেখার পর মুক্তি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।
Eye News YouTube Video
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুঃখ করে বলেন- ছাত্রদলের ছেলেরা রিকশা চালায়
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের