আই নিউজ ডেস্ক
বিকেলে ইজতেমা ময়দানে হবে যৌতুকবিহীন শতাধিক বিয়ে
টঙ্গীর তুরাগ পাড়ে বিশ্ব ইজতেমার মাঠ। ছবি- সংগৃহীত
বাংলাদেশে দুই বছর বন্ধ থাকার পর এবছর আড়ম্বরের সাথে চলছে ইজতেমা। গতকাল শুক্রবার দেশের সর্ববৃহত জুমার নামাজ পড়া হয় ইজতেমা ময়দানে। আজ ইজতেমার দ্বিতীয় দিন। জানা গেছে বিকেলে আছরের নামাজের পর বিশ্ব ইজতেমার মঞ্চে রেওয়াজ অনুযায়ী শতাধিক ছেলে-মেয়েকে যৌতুকবিহীন বিয়ে দেয়া হবে।
ইজতেমার দ্বিতীয় দিনে আজ আসরের নামাজের পর যৌতুকবিহীন বিয়ে পড়ানো হবে ইজতেমা ময়দানে। ইজতেমার মূল বয়ান মঞ্চে বিয়ের বর এবং কনে পক্ষের উপস্থিতিতে এ বিয়ে পড়ানোর রেওয়াজ রয়েছে দীর্ঘদিন থেকে রয়েছে। শতাধিক দম্পতির বিয়ে পড়ানো হবে বলে জানিয়েছেন ইজতেমার মিডিয়ার সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম।
শনিবার (১৪ জানুয়ারি) ফজরের পর আম বয়ান করেন পাকিস্তানের মাওলানা খোরশিদুল হক। পরে সকালে আলেমদের উদ্দেশে বিশেষ বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।
এছাড়া আলাদাভাবে খিত্তা ও নিবাসের ভেতরে বোবা-বধিরদের জন্য বয়ান করবেন ভারতের মাওলানা সানোয়ার এবং বিদেশি জামাতের উদ্দেশে ইংরেজিতে বয়ান করবেন পাকিস্তানের মাওলানা ইফতার জামান। ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
এদিকে ইজতেমা শুরুর পর থেকে লাইলাহা ইল্লাল্লাহ ধ্বনিতে তুরাগ নদী তীরবর্তী বিশাল এলাকা যেন পবিত্র পুণ্যভূমিতে পরিণত হয়েছে। বিরাজ করছে এক অভূতপূর্ব ভাবগম্ভীর পরিবেশ।
শীতার্ত আবহাওয়া সত্ত্বেও ইজতেমা অভিমুখে এখনো মুসল্লিদের আগমন অব্যাহত রয়েছে। বাস-ট্র্রাক, নৌকা ও অন্যান্য যানবাহন ছাড়াও অনেকেই পায়ে হেঁটে ইজতেমাস্থলে পৌঁছেছেন। অগণিত মুসল্লির ভিড়ে অশীতিপর বৃদ্ধ যেমন রয়েছেন তেমনি তরুণ ও কিশোরের সংখ্যাও কম নয়।
আগামীকাল রোববার (১৫ জানুয়ারি) আখেরি মোনাজাতের মাধ্যমে তাবলীগের শীর্ষস্থানীয় মুরব্বি মাওলানা হাফেজ জুবায়ের অনুসারীদের প্রথম পর্বের ইজতেমা শেষ হবে। চারদিন বিরতি দিয়ে ভারতের মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে আগামী ২০শে জানুয়ারি।
বিশ্ব ইজতেমার প্রথম দিন শুক্রবার (১৩ জানুয়ারি) বাংলাদেশের মাওলানা জিয়াউল হক বাদ ফজর আম বয়ান করেন। তার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়ে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
আই নিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের